Kapil Sharma: কপিলের ‘সংসার’-এ ভাঙন? নীরবতা ভাঙলেন কমেডিয়ান

The Kapil Sharma Show: কিছুদিন আগে শোনা গিয়েছিল, পরিবারের সঙ্গে এবার সময় কাটাতে চান কপিল, এবং একঘেয়েমি কাটাতেই তাই শো থেকে বিরতি নিতে চান।  'কপিল শর্মা শো' সাময়িকভাবে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা।

Kapil Sharma: কপিলের 'সংসার'-এ ভাঙন? নীরবতা ভাঙলেন কমেডিয়ান
Follow Us:
| Edited By: | Updated on: Apr 18, 2023 | 12:54 PM

বেশ কিছু বছর ধরে দর্শকদের মুখে হাসি ফুটিয়ে চলেছে ‘দ্য কপিল শর্মা শো (The Kapil Sharma Show)।’ তবে কিছুদিন ধরেই শোনা যাচ্ছে আর এই শোয়ে দেখা যাবে না প্রিয় কপিলকে (Kapil Sharma)। এই খবর প্রকাশ্যে আসতেই ফ্য়ানেদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়। শোনা যাচ্ছিল আগামী জুন মাসেই বন্ধ হয়ে যাবে এই জনপ্রিয় শো। তবে এবার এই বিষয়ে মুখ খুললেন কমেডি কিং (Comedy King)। আদৌ বন্ধ হয়ে যাচ্ছে এই শো? কী বলছেন তিনি?

কিছুদিন আগে শোনা গিয়েছিল, পরিবারের সঙ্গে এবার সময় কাটাতে চান কপিল, এবং একঘেয়েমি কাটাতেই তাই শো থেকে বিরতি নিতে চান।  ‘কপিল শর্মা শো’ সাময়িকভাবে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা, এও শোনা যায়। জুনে শেষ পর্বটি সম্প্রচারের পর কিছুদিনের জন্য আর বসবে না কপিলের হাসির আসর। তবে এবার ‘ইটি টাইমস’-এর তরফে কপিলের সঙ্গে যোগাযোগ করা হলে কপিল জানিয়েছেন, এখনই কোনও চুড়ান্ত সিদ্ধান্ত হয়নি। জুলাইতে আমেরিকায় লাইভ শোয়ের জন্য উড়ে যাচ্ছে টিম । সেখানে গিয়ে পুরো বিষয়টি নিয়ে ভাবা হবে।”

২০১৬-তে শুরু হয় ‘দ্য কপিল শর্মা শো।’ গত সাত বছর ধরে দর্শকদের জমিয়ে হাসাচ্ছে এই শো। হিন্দিতে সম্প্রচারিত হলেও বাংলাতেও এই শোয়ের ভক্ত সংখ্যা কম নয়। শাহরুখ থেকে সলমন বলিউডের তাবড়-তাবড় অভিনেতারা আসেন এই শোয়ে। সারাদিনের ক্লান্তি মেটাতে কফি কাপে চুমুক দিতে দিতে হাসতে তাই কপিলই ভরসা। তাই শো বন্ধের খবরে বেজায় দুঃখ পেয়েছিলেন ফ্যানরা। তবে তাঁদের স্বস্তির খবর দিলেন কমেডি কিং নিজেই।