দেব-শুভশ্রীর ‘ধূমকেতু’ আসছে, কী বললেন রুক্মিণী?
এক সময়ে প্রেমের সম্পর্ক ছিল দেব-শুভশ্রীর। পরবর্তীকালে সমীকরণ বদলেছে। তাঁরা একসঙ্গে বাংলা ছবির শুটিং করেছেন ২০১৫ সালে। সেই ছবি কবে মুক্তি পাবে, তা নিয়ে এক সময়ে দেবের উদ্দেশে প্রশ্ন ছুঁড়েছিলেন শুভশ্রী।

সদ্য ঘোষণা হয়েছে দেব-শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত ‘ধূমকেতু’ মুক্তি পাবে ১৪ অগস্ট। এই ঘোষণার পর থেকেই উচ্ছ্বসিত দেব আর শুভশ্রীর অনুরাগীরা। দেব আর শুভশ্রীর জুটি বাংলা ছবির অন্যতম সেরা জুটি। এক সময়ে প্রেমের সম্পর্ক ছিল দেব-শুভশ্রীর। পরবর্তীকালে সমীকরণ বদলেছে। তাঁরা একসঙ্গে বাংলা ছবির শুটিং করেছেন ২০১৫ সালে। সেই ছবি কবে মুক্তি পাবে, তা নিয়ে এক সময়ে দেবের উদ্দেশে প্রশ্ন ছুঁড়েছিলেন শুভশ্রী।
দেব সেই প্রশ্ন শুনে বলেন, ”শুভশ্রী যতটা চায় ছবিটা মুক্তি পাক, আমিও ততটাই চাই। এই ছবির জন্য আমি সব কিছু দিয়ে দিয়েছি। আমার জীবনের অন্যতম সেরা ছবি এটা।” ছবির মুক্তির তারিখ ঘোষণার পর পোস্ট-প্রোডাকশনের কাজ শুরু হয়ে গিয়েছে। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সেখানে দেখা গিয়েছে দেবকে।
২৫মে শহরের একটা অ্যাওয়ার্ডে পৌঁছেছিলেন রুক্মিণী মৈত্র। সেখানেই দেব-শুভশ্রীর এই ছবি নিয়ে রুক্মিণীর কাছে জানতে চাওয়া হয়েছিল। রুক্মিণী বলেন, তিনিও এই ছবি দেখার জন্য অপেক্ষায় রয়েছেন। দেব আর রুক্মিণী একে-অন্যের কাজ দেখার জন্য সব সময়ে অপেক্ষায় থাকেন। নায়ক জিতের সঙ্গে রুক্মিণী মৈত্র যখন ‘বুমেরাং’ ছবিটা করেছিলেন, তখন দেব সিনেমা হলে বসে দেখেছিলেন। একইভাবে দেব-ইধিকা পাল জুটির ‘খাদান’ ছবি নিয়ে উচ্ছ্বসিত ছিলেন রুক্মিণী মৈত্র। যেহেতু এবার পরিচালক কৌশিকের কল্পনায় মিশবে দেব-শুভশ্রী জুটির পদক্ষেপ, তাই বাড়তি আগ্রহ থাকা স্বাভাবিক। লক্ষণীয় এই বছর নটী বিনোদিনীর চরিত্রে অভিনয় করেছেন রুক্মিণী মৈত্র। সেই ছবিতে গিরীশ ঘোষের চরিত্রে অভিনয় করেছেন কৌশিক।
