পঞ্চাশোর্ধ্ব নায়কের বিপরীতে ১৯ বছরের নায়িকাকে দেখতে বিরক্ত লাগে: দিয়া মির্জা

তিনি বলেন, “বলিউড ইন্ডাসট্রি, পুরুষ-অধ্যুষিত। বয়স্ক অভিনেতারা কমবয়সী অভিনেত্রীর বিপরীতে নিজেদের দেখতে পছন্দ করেন।

পঞ্চাশোর্ধ্ব নায়কের বিপরীতে ১৯ বছরের নায়িকাকে দেখতে বিরক্ত লাগে: দিয়া মির্জা
দিয়া মির্জা
Follow Us:
| Updated on: Dec 18, 2020 | 6:00 PM

বলিউডে আরও বেশি নারীকেন্দ্রিক ফিল্ম উঠে আসুক, এ প্রসঙ্গে সম্প্রতি মুখ খোলেন অভিনেত্রী দিয়া মির্জা (Dia Mirza)। কনটেন্ট ড্রিভেন ফিল্ম-শো, এবং অভিনেতাদের আরও বেশি সুযোগ দেওয়া জন্য ওটিটিকে কৃতিত্ব দেন অভিনেত্রী। এক সাক্ষাৎকারে এও বলেন যে তাঁর বিরক্ত লাগে এটা দেখতে যে এক পঞ্চাশোর্ধ্ব নায়কের বিপরীতে ১৯ বছরের নায়িকা রয়েছে।

আরও পড়ুন এপার বাংলার সুরকার, ওপার বাংলার গায়ক

সাক্ষাৎকারে দিয়া বলেন, “আমি মনে করি নারীকেন্দ্রিক গল্পের কারণে অভিনেত্রীদের অভিনয়ের সুযোগ আরও বেড়েছে। অনেক বেশি নারী চরিত্র ফুটে উঠছে। এখন আরও বেশি মহিলা পরিচালক, মহিলা ডিওপি এবং মহিলা এডিটররা কাজ করছেন। যদিও ইন্ডাস্ট্রিতে মেয়েরা এখনও পুরুষের তুলনায় অনেকটাই পিছিয়ে তবে যখন আমি কাজ শুরু করি সে সময়ের তুলনায় এ সময়ে মহিলাদের অংশগ্রহণ অনেক বেড়েছে। একজন মহিলার চোখ দিয়ে গোটা গল্পটাকে দেখা, প্ল্যাটফর্মের আবির্ভাবেই এ বিষয়টা আরও স্পষ্ট হল। আমি সত্যিই গ্রেটফুল।”

দিয়া আরও বলেন. “তবে দুর্ভাগ্যজনক এটা যে গল্পগুলো আসলে একজন পুরুষের চরিত্র যেভাবে রচিত হয় মহিলা চরিত্রগুলো সেভাবে হয় না। এটা আরও দুর্ভাগ্যজনক যে একজন বয়স্ক পুরুষ, একটি কমবয়সী চরিত্রে অভিনয় করছে।”

ফিল্মে একজন কমবয়সী নায়িকার সঙ্গে একজন বয়স্ক অভিনেতার অভিনয় দেখতে অপছন্দ করেন অভিনেত্রী। তিনি বলেন, “বলিউড ইন্ডাসট্রি, পুরুষ-অধ্যুষিত। বয়স্ক অভিনেতারা কমবয়সী অভিনেত্রীর বিপরীতে নিজেদের দেখতে পছন্দ করেন। মহিলাদের বিপরীতে নিক্ষেপ করতে পছন্দ করেন। এটা  ভীষণ উদ্ভট যে পঞ্চাশোর্ধ্ব নায়কের বিপরীতে ১৯ বছরের নায়িকা অভিনয় করছেন।”

প্রসঙ্গত ‘দিয়া মির্জাকে থপ্পড়’ ছবিতে শেষ দেখা গিয়েছিল।