এপার বাংলার সুরকার, ওপার বাংলার গায়ক

‘মহীনের ঘোড়াগুলি’র তাপস বাপি দাসের লেখা এবং সুর করা গান গাইবেন ওপার বংলার জনপ্রিয় গায়ক রাজু।

এপার বাংলার সুরকার, ওপার বাংলার গায়ক
রাজু ও তাপস বাপি দাস
Follow Us:
| Updated on: Dec 18, 2020 | 5:13 PM

বাংলাদেশের জনপ্রিয় গায়ক এ আই রাজু। পল্লীগীতি থেকে বাংলা রক কিংবা হিন্দি গানে তাঁর গলায় সুর খেলে। বহু রোমান্টিক গানে তাঁর গায়কি শ্রোতাদের মন টেনেছে। বাংলাদেশের নামকরা গানের রিয়েলিটি শো পাওয়ার ভয়েস-১২-র রানার আপও তিনি। ২০১৪ সালে তালাশ গানে তাঁর পথচলা শুরু। বাংলাদেশ জনপ্রিয় গায়ক এবং সুরকার বাপ্পা মজুমদার তাঁর গান বিদায় বোলো নাতে  সুরও দিয়েছিলেন। তবে এবার বিষয়টা বেশ অন্য রকম হতে চলেছে।

আগামী ২৪ ডিসেম্বর, রাজুর নতুন গান শব্দহীন শব্দ মুক্তি পেতে চলেছে। এবং সে গানকে সুর এবং কলমে ধরেছেন মহীনের ঘোড়াগুলিবাংলা ব্যান্ডের প্রবীন এক সদস্য, তাপস বাপি দাস।

তাঁর কথায় এক ঘরোয়া আড্ডায় রাজুর গান প্রথম শুনি। দারুণ লাগে। সেখানে আমাকে বলে ওর জন্য একটি রোমান্টিক গান লিখতে। আমি কখনও রোম্যান্টিক গান লিখিনি, এটা আমার ফোর্টে নয়। কিন্তু যখন ওর মতো এক প্রতিভাবান শিল্পীর থেকে এ প্রস্তাব পেলাম, আমি সে কথা ফেলতে পারিনি,” বললেন বাপিদা

পোস্টার

বাপিদার লেখা গানে এবং সুরে গাইবেন রাজু। পরিচালক শমীক রায়চৌধুরি গানের ভিডিও শুট করেছেন। অংশু বাচ ও পত্রালী হাজরা অভিনয় করেছেন তাতে। শোনা যাচ্ছে রূপম ইসলামের সঙ্গেও কাজ করতে চলেছেন রাজু। এবং সে গান মুক্তি পাবে নতুন বছরে।

রাজু বলেন, মিউজিক আমার আত্মায় রয়েছে, এবং আমার কাছে পেশা নয় প্রার্থনা। আশা করি আমি আরও ভাল কাজ করব, এবং অবশ্যই এ দেশের সুরকারদের সঙ্গে কাজ করার সুযোগ পাব।