‘পাকিস্তানেও তো হিন্দু রয়েছে, তাঁদেরকে…!’, পাক সেনাপ্রধানের বিরুদ্ধে গর্জে উঠলেন জাভেদ আখতার
কয়েকদিন আগেই ভারত-পাক সীমান্তের উত্তেজনা নিয়ে নিজের মুখ খুলেছিলেন জনপ্রিয় গীতিকার জাভেদ আখতার। আর এবার এক সাক্ষাৎকারে পাকিস্তানের সেনাপ্রধানকে ধুয়ে দিলেন তিনি।

কয়েকদিন আগেই ভারত-পাক সীমান্তের উত্তেজনা নিয়ে নিজের মুখ খুলেছিলেন জনপ্রিয় গীতিকার জাভেদ আখতার। আর এবার এক সাক্ষাৎকারে পাকিস্তানের সেনাপ্রধানকে ধুয়ে দিলেন তিনি। স্পষ্টই বললেন, পাক সেনাপ্রধান অত্যন্ত খারাপ মানুষ, নিজের দেশের নাগরিকদেরই সম্মান করে না।
বিষয়টা একটু বিশদে বলা যাক। সম্প্রতি এক সাক্ষাৎকারে জাভেদ বলেছেন, ”সোশাল মিডিয়ায় পাকিস্তানের সেনাপ্রধানের বক্তব্য শুনলাম। তাঁর কথা শুনে আমি তো একেবারে হতবাক। কোনও দেশের সমস্ত মানুষ খারাপ হতে পারে না। কিন্তু দেশের সরকার যদি খারাপ হয়, তাহলে তার প্রভাব দেশের প্রতিটা মানুষের উপর পড়বে। আমাদের বিরোধ শুধুই ওদেশের সরকার, সেনা আর কট্টরপন্থী সঙ্গে হওয়া উচিত। সেই দেশের নিরীহ মানুষদের উপর নয়।
এই সাক্ষাৎকারে জাভেদ আরও বলেন, পাকিস্তানের সেনাপ্রধান অসংবেদনশীল মানুষ। যদি ভারতের মানুষ খারাপ হয়, তাহলে সব ভারতীয়দের বলবে, কিন্তু হিন্দু কেন? পাকিস্তানেও তো হিন্দু নাগরিক রয়েছে। উনি তো তাঁর নিজের দেশের জনগণকেও এভাবে অপমান করছেন। আসলে সেনাপ্রধান হলেও, ওর কোনও সাধারণ বোধ নেই।
