‘মহিলারা বোকা, কেন পুরুষদের এই কাজ করতে দেন না?’ প্রশ্ন জয়ার
Jaya Bachchan: সম্পর্কে লাল ফ্ল্যাগ ও সবুজ ফ্ল্যাগ নিয়ে কথা বলেছিলেন, তিনি কোনওদিন অমিতাভ বচ্চনকে অসম্মান করে কথা বলেননি। স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, তিনি মোটেও কোনওদিন অমিতাভকে 'তুমি' সম্বধন করেননি। তাঁর এগুলো পছন্দ নয়।
অমিতাভ বচ্চন তখন কেরিয়ার সবে মাত্র শুরু করেছেন। তখন ম্যাগাজিনের কভার পাতায় বড় বড় ছবি বেরচ্ছে জয়া বচ্চনের। তিনি তখন ভালই নাম করে নিয়েছেন। এমনই সময় তাঁরা একে অন্যের জীবনে আসেন। শুরু হয় প্রেম। অমিতাভ বচ্চন তখন ভয়েস ওভার আর্টিস্ট ছাড়া আর কিছুই নন। কিন্তু ওই কয়লার মধ্যেই হীরে পেয়েছিলেন জয়া। বুঝেছিলেন সুপারস্টার হওয়ার যাবতীয় লক্ষণই রয়েছে মানুষটার মধ্যে। তিনি পরিশ্রমীও, একদিন অমিতাভ অনেক অনেক বড় অভিনেতা হবেন। অমিতাভ বচ্চন তখন বলিউডে কঠিন লড়াই চালিয়ে যাচ্ছেন। সেই সময় থেকে আজও বচ্চনের ওপর আস্থা রেখে এসেছেন তিনি। এক সাক্ষাৎকারে তিনি নিজেই লাল ফ্ল্যাগ ও সবুজ ফ্ল্যাগ নিয়ে সরব হয়েছিলেন। সম্পর্কে লাল ফ্ল্যাগ ও সবুজ ফ্ল্যাগ নিয়ে কথা বলেছিলেন, তিনি কোনওদিন অমিতাভ বচ্চনকে অসম্মান করে কথা বলেননি। স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, তিনি মোটেও কোনওদিন অমিতাভকে ‘তুমি’ সম্বধন করেননি। তাঁর এগুলো পছন্দ নয়।
এবার মেয়েদের উদ্দেশে সরব হলেন তিনি। প্রেম ডেট নিয়ে এ কী বললেন জয়া বচ্চন? জয়া বচ্চন বরাবর সোজাসাপ্টা কথা বলতেই পছন্দ করেন। খুব একটা রাখঢাক না-করায় তাঁকে কটাক্ষের শিকারও হতে হয় বহুবার। এবার সেই সেলেবের মুখেই প্রেমের উপদেশ। কোন মেয়েদের বোকা বলে বসলেন বচ্চন মালকিন? জয়ার কথায়, “ডেট-এ গিয়ে যাঁরা নিজেরা বিল দেব বলে এগিয়ে যান, তাঁরা বোকা।” তাঁর কথায় এই কাজটা করে কী প্রমাণ করার চেষ্টা…। জয়া বচ্চনের কথায় যে কোনও সম্পর্কে বিশ্বাস ভরসাটাই হল আসল। একে অন্যের পাশে থাকাটা ভীষণ প্রয়োজন। আর সম্মান। তাতেই সম্পর্কের ভিত অনেক বেশি শক্ত হয়ে ওঠে।