AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

অন্য পুরুষের সঙ্গে ঘনিষ্ঠ ঐশ্বর্যা, সকলের সামনেই ‘অপমান’ করেন জয়া!

Aishwarya Rai Bachchan: বলিউডে রটনা জয়া বচ্চনের সঙ্গে নাকি সম্পর্ক একেবারেই ভাল নয় ঐশ্বর্যা রাই বচ্চনের। এও রটেছে জয়ার কারণেই নাকি বচ্চন পরিবার থেকে নিজেকে দূরে সরিয়ে রেখে মেয়ে আরাধ্যা রাই বচ্চনকে নিয়ে আলাদা থাকছেন ঐশ্বর্যা।

অন্য পুরুষের সঙ্গে ঘনিষ্ঠ ঐশ্বর্যা, সকলের সামনেই 'অপমান' করেন জয়া!
অন্য পুরুষের সঙ্গে ঘনিষ্ঠ ঐশ্বর্যা, জয়ার কানে পৌঁছতেই...
| Edited By: | Updated on: Jan 21, 2024 | 4:10 PM
Share

বলিউডে রটনা জয়া বচ্চনের সঙ্গে নাকি সম্পর্ক একেবারেই ভাল নয় ঐশ্বর্যা রাই বচ্চনের। এও রটেছে জয়ার কারণেই নাকি বচ্চন পরিবার থেকে নিজেকে দূরে সরিয়ে রেখে মেয়ে আরাধ্যা রাই বচ্চনকে নিয়ে আলাদা থাকছেন ঐশ্বর্যা। তাঁদের পরিবারের অশান্তির খবর যখন তুঙ্গে ঠিক তখনই ফিরে দেখা যাক এমন এক ঘটনা যা নাড়িয়ে দিয়েছিল বচ্চন পরিবারের অন্দর। প্রকাশ্যেই বউমাকে নিয়ে এ হেন মন্তব্য করেছিলেন জয়া!

সে সময় মুক্তি পেয়েছিল করণ জোহরের পরিচালনায় ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ছবিটি। ওই ছবিতেই এক বিশেষ চরিত্রে অভিনয় করেছিলেন ঐশ্বর্যা। রণবীর কাপুরের বিপরীতে এক দেখা গিয়েছিল তাঁকে। চুম্বন থেকে শুরু রণবীরের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে দেখা গিয়েছিল ঐশ্বর্যাকে। শোনা গিয়েছিল বাড়ির বউয়ের অন্য পুরুষের সঙ্গে ঘনিষ্ঠতা ভালভাবে নেননি জয়া। পরবর্তীতে এক সাক্ষাৎকারে ছবিতে ঘনিষ্ঠতার প্রয়োজনীয়তা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি।

বলেছিলেন’, “আগে পরিচালকেরা শিল্প তৈরি করতেন। এখন সবটা ব্যবসা হয়ে গিয়েছে। মানুষ সভ্যতা ভুলে গিয়েছে। খোলামেলা দৃশ্যই এখন স্মার্টনেস। লজ্জা বলে শরীরে কোনও বস্তু নেই।” অনেকেই ধারণা করেছিলেন, জয়ার ওই উক্তি আদপে ঐশ্বর্যার দিকেই ইঙ্গিতবাহী। যদিও বৌমার নাম তিনি নেননি। তবে ওই বক্তব্য নিয়ে কম জলঘোলা হয়নি। জয়া এমনটা বললেও অমিতাভের মুখে কিন্তু শোনা গিয়েছিল অন্য সুর। ঐশ্বর্যার ওই ছবির বেশ প্রশংসা করেছিলেন তিনি।