‘মহুয়া আভাস দিয়েছিল, পরিণত বয়সে বিয়ের মাধুর্য আলাদা’, বললেন জুন
জুন মালিয়া ৪৯ বছর বয়সে দ্বিতীয়বার বিয়ে করেন। সেই সম্পর্কে খুবই খুশি তিনি। মহুয়াও বিয়ে করলেন পরিণত বয়সে। এই ট্রেন্ড নিয়ে কী মত জুনের? অভিনেত্রী বললেন...

সুচরিতা দে ও ভাস্বতী ঘোষ
বিয়ে করলেন সাংসদ মহুয়া মৈত্র। বার্লিনে বিয়ে করেছেন তিনি। মহুয়ার বিয়ে নিয়ে কি কথা হয়েছে তাঁর বন্ধু , সাংসদ, অভিনেত্রী জুন মালিয়ার সঙ্গে? TV9 বাংলাকে জুন বললেন, ”আজকে আমার সঙ্গে কথা হয়নি। তবে মহুয়া আমার বহু দিনের বন্ধু। ও তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার আগে থেকেই আমার বন্ধু। মহুয়া আভাস দিয়েছিল, যে এই সম্পর্কটা এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবছে। আমি বিয়ের ছবিটা দেখলাম। এত মিষ্টি দেখতে লাগছে ওঁকে, খুব ভালো লাগল। পিনাকীদার (মিশ্র) সঙ্গে মিশে মনে হয়েছে ভালো মানুষ। আমার তরফে ওঁদের এই ইনিংসের জন্য অনেক শুভেচ্ছা রইল।”
জুন মালিয়া, সায়নী ঘোষ, মহুয়া আর পিনাকীর সঙ্গে আগেই আড্ডা দিয়েছেন। সেরকম একটা ছবি জুন ভাগ করে নিলেন TV9 বাংলার সঙ্গে। জুন মালিয়া ৪৯ বছর বয়সে দ্বিতীয়বার বিয়ে করেন। সেই সম্পর্কে খুবই খুশি তিনি। মহুয়াও বিয়ে করলেন পরিণত বয়সে। এই ট্রেন্ড নিয়ে কী মত জুনের? অভিনেত্রী বললেন, ”পরিণত বয়সে বিয়ের মাধুর্য আলাদা। বিয়ের মতো সম্পর্ক একটা বড় দায়িত্ব। সেটা নেওয়ার জন্য মন প্রস্তুত হয়ে যায় পরিণত বয়সে। তাই ৪০ বছরের পর যাঁরা বিয়ে করছেন, তাঁদের সামনের জীবনটা সুন্দর হতে পারে বলে আমি মনে করি। সমাজ যেটাকে বিয়ের বয়স বলে সাধারণত মনে করে, সেই সময়ে বিয়ে হলে পথচলা সুন্দর হতে পারে। আবার অনেক সময়ে বিয়ে ভেঙে যায়। কারণ দু’ জনের মধ্যে অ্যাডজাস্টমেন্টে সমস্যা হতে পারে। কেউ যখন দ্বিতীয়বার বিয়ের কথা ভাবেন, তখন সব দিক নিয়ে ভালো করে চিন্তা করে নেন।”
সবশেষে জুন আবারও তাঁর বান্ধবীকে প্রাণভরা শুভেচ্ছা জানালেন, নতুন ইনিংসের জন্য। যদিও মহুয়া মৈত্র এখনই সবটা সামনে আনতে চাইছেন কি না, সেই প্রসঙ্গে ধোঁয়াশা বর্তমান। কারণ TV9 বাংলার তরফে ছবি দেখিয়ে প্রশ্ন করা হলে উত্তরে মহুয়া জানিয়েছেন, No Fake অর্থাৎ এটা ভুয়ো ছবি। তবে মহুয়ার ছবি যে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং, তা বলার অপেক্ষা রাখে না।
