AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘…কখনও মাদক খেয়ে হয় না’, ঠাকুরপুকুর কাণ্ডে বিস্ফোরক কাঞ্চন-শ্রীময়ী

বেলাগাম রাতপার্টি, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর কোপে বলি এক, আহত আরও পাঁচ। এমনই পরিস্থিতিতে সাধারণের কটাক্ষের শিকার ইন্ডাস্ট্রি। আর সেই সিনেপাড়ার একাংশ তাই প্রতিবাদে সামিল। কখনও-ই এটা ইন্ডাস্ট্রির স্বরূপ নয়।

'...কখনও মাদক খেয়ে হয় না', ঠাকুরপুকুর কাণ্ডে বিস্ফোরক কাঞ্চন-শ্রীময়ী
| Edited By: | Updated on: Apr 10, 2025 | 11:36 AM
Share

প্রেম হোক কিংবা অন্য কোনও কারণে সেলিব্রেশন, তা যেন অপর মানুষের শাস্তি না হয়ে ওঠে, এবার সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো শেয়ার করে এমনই বার্তা দিলেন অভিনেত্রী শ্রীময়ী চট্টোরাজ ও কাঞ্চন মল্লিক। সম্প্রতি ঠাকুরপুকুর কাণ্ডে তোলপাড় গোটা কলকাতা। বেলাগাম রাতপার্টি, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর কোপে বলি এক, আহত আরও পাঁচ। এমনই পরিস্থিতিতে সাধারণের কটাক্ষের শিকার ইন্ডাস্ট্রি। আর সেই সিনেপাড়ার একাংশ তাই প্রতিবাদে সামিল। কখনও-ই এটা ইন্ডাস্ট্রির স্বরূপ নয়। সেলিব্রেশন যে অন্যভাবেও করা যায় এবার রাত দেড়টার সময় সেই প্রসঙ্গ তুললেন শ্রীময়ী।

 

কোথায় যাচ্ছিলেন তাঁরা? শ্রীময়ীর পাশে বসে থাকা কাঞ্চন বললেন, “চা পান করতে যাচ্ছি। চা-চা-চা। চালকের উপর বিশ্বাস রাখতে হবে, ভরসা রাখতে হবে।” শ্রীময়ী সেই কথার প্রসঙ্গে বলেন, “আনন্দ কীভাবে উদযাপন করবেন সেটা নিজের উপর নির্ভর করে। সিস্টেমটা মানুষকে নিজেকে তৈরি করতে হয়, ইচ্ছেটা নিজের থাকে। আমার তো ভাললাগে বৃষ্টি ভেজা রাতে লং ড্রাইভে যেতে, কোনও ধাবায় দাঁড়িয়ে মাটির ভাঁড়ে চা খেতে। চালকের সঙ্গে গল্প করতে করতে যাই। আমাদের জীবনের উদযাপনগুলো কখনও মাদক খেয়ে হয় না।” পাশাপাশি তিনি আরও বলেন, “আর অনধিকার চর্চা করেই বলছি, আপনার জীবন যেমন দামি, অন্যের জীবনও দামি। আমরা কে অভিনেতা, অভিনেত্রী, পরিচালক সেটার বাইরে গিয়ে আমরা সবাই মানুষ। শুনবেন, শুনবেন না সেটা আপনাদের ব্যাপার। মদ্যপান করে গাড়ি চালানোটা আমার মনে হয় না কারও উচিত। অন্যের ক্ষতি করে লাভ নেই।”