Kanchan-Sreemoyee: ‘জামাল কুদু গানটা শুধু আমিই গাইতে পারি’, হঠাৎ কেন বললেন কাঞ্চন?
Kanchan Mallick: প্রসঙ্গত, কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী এখন চুটিয়ে সংসার করছেন। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় শ্রীময়ী। মাঝে মধ্যেই নানা পোস্ট করে থাকেন, যা নিয়ে নেটপাড়ায় ঝড় উঠলেও তিনি তাতে খুব একটা গুরুত্ব দিতে নারাজ। একই মত কাঞ্চনেরও।
কাঞ্চন মল্লিক। বেশ কিছুদিন ধরে খবরের শিরোনামে। না, অভিনয়কে কেন্দ্র করে নয়, বরং তাঁর ব্যক্তি জীবনের নানা সমীকরণ ঘিরে তিনি চর্চায়। ৫০ পেরিয়ে তিননম্বর বিয়ে। যা নিয়ে গত কয়েকমাসে একাধিকবার ট্রোলের শিকার হতে হয়েছে তাঁকে। কটাক্ষ করেছেন নেটিজ়েনরা। কিন্তু কোথাও গিয়ে যেন এই কটাক্ষে খারাপ চোখে দেখতে নারাজ কাঞ্চন। যে যাই বলুক না কেন, তিনি শ্রীময়ী চট্টোরাজের হাত ধরে সুখী আছেন। ভাল আছেন। বারবার এই এখই কথা বলতে শোনা গিয়েছে শ্রীময়ীকেও। জুটির প্রশ্ন, যখন তাঁরা ভাল আছেন, তখন আর পাঁচ জনের প্রশ্নে তাঁদের বিন্দুমাত্র মাথাব্যথা নেই। আরও একবার তা সহজ ভাষায় বুঝিয়ে দিলেন অভিনেতা। এক সাক্ষাৎকারে স্ত্রীকে পাশে নিয়ে হাসতে হাসতে বললেন, ‘জামাল কুদ গানটা শুধু আমিই গাইতে পারি কারণ, আমার তিনটে বিয়ে।’ এরপরই তিনি পাল্টা প্রশ্ন করে বোমা ফাটালেন, বললেন ‘কিশোর কুমারের গানটা শোনেন না তাঁর কটা বিয়ে জানতে চান?’
কাঞ্চন মল্লিকের তৃতীয় বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার যেন বিরাম নেই। তাঁরা কী করছেন, কোথায় যাচ্ছেন, সবটাতেই কড়া নজর রেখে চলেছেন নিন্দুকেরা। কারণ একটাই তিনি তৃতীয় বিয়েটি করেছেন শ্রীয়মীকে, যাঁর সঙ্গে তাঁর বয়সের ফারাক বিস্তর। তা নিয়েই নানা জনের নানা মত। তিনি অভিনেতা, তাই তাঁর ব্যক্তি জীবন লাইমলাইটে ঝললে। কিন্তু কাঞ্চনের কথায়, ‘পৃথিবীতে এমন অনেক খোলা মানুষ ঘুরে বেড়াচ্ছেন, ডবল হ্যাট্রিক, ট্রিপল হ্যাট্রিক ক্রশ করে গিয়েছেন।’
View this post on Instagram
প্রসঙ্গত, কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী এখন চুটিয়ে সংসার করছেন। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় শ্রীময়ী। মাঝে মধ্যেই নানা পোস্ট করে থাকেন, যা নিয়ে নেটপাড়ায় ঝড় উঠলেও তিনি তাতে খুব একটা গুরুত্ব দিতে নারাজ। একই মত কাঞ্চনেরও।