AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘শাহরুখের থেকে কম কোথায়?’, কেন হঠাৎ এমন বললেন কঙ্গনা রানাওয়াত?

সম্প্রতি এক সাক্ষাৎকারে কঙ্গনাকে প্রশ্ন করা হয়, কেন তিনি শাহরুখ ও সলমনের সঙ্গে সিনেমা করেন না। উত্তরে নিজের স্ট্রাগল পিরিয়ডের প্রসঙ্গ তুলে কঙ্গনা জানান, আমি হিমাচলের ছোট্ট একটি গ্রাম থেকে এসেছি। সেই ছোট্ট গ্রাম থেকে এসে নিজেকে তৈরি করেছি। আর শুনতে হয়, শাহরুখের স্ট্রাগল নাকি মস্ত বড়।

'শাহরুখের থেকে কম কোথায়?', কেন হঠাৎ এমন বললেন কঙ্গনা রানাওয়াত?
| Updated on: Oct 14, 2025 | 3:18 PM
Share

বিতর্কে থাকাটা একেবারে জলভাত বানিয়ে ফেলেছেন কঙ্গনা রানাওয়াত। কখনও পরিস্থিতির চাপে বিতর্কে পড়েন, কখনও আবার নিজেই, নিজেকে বিতর্কে টেনে নিয়ে আসেন। তবে এবার যা বললেন কঙ্গনা, তা শুনে রীতিমতো হতবাক শাহরুখ অনুরাগীরা! ভাবছেন, এখানে আবার শাহরুখ এলেন কীভাবে?

গপ্পোটা একটু বিশদে বলা যাক। সম্প্রতি এক সাক্ষাৎকারে কঙ্গনাকে প্রশ্ন করা হয়, কেন তিনি শাহরুখ ও সলমনের সঙ্গে সিনেমা করেন না। উত্তরে নিজের স্ট্রাগল পিরিয়ডের প্রসঙ্গ তুলে কঙ্গনা জানান, আমি হিমাচলের ছোট্ট একটি গ্রাম থেকে এসেছি। সেই ছোট্ট গ্রাম থেকে এসে নিজেকে তৈরি করেছি। আর শুনতে হয়, শাহরুখের স্ট্রাগল নাকি মস্ত বড়। শাহরুখ তো দিল্লির ছেলে, কনভেন্টে পড়াশুনো করেছে। আজ আমি শাহরুখের থেকে কম কোথায়!

তারপরই কঙ্গনা জানান, ঠিক কোন কারণে খানদের সঙ্গে অভিনয় করেন না তিনি। কঙ্গনার কথায়, একটা সময় ছিল, যখন আমিও শাহরুখ, সলমনদের সঙ্গে ছবি করতে চাইতাম। কিন্তু আমাকে বলা হয়েছিল, আমার মধ্যে হিরোইনের উপাদান নেই। পরে সেই আমিই কুইন, তন্নু ওয়েডস মন্নু, মণিকর্নিকার মতো ছবিতে অভিনয় করে দর্শকদের প্রশংসা পেলাম। এখন মনে করি, আমি একাই যদি ছবি হিট করাতে পারি, তাহলে খানদের দরকার কোথায়!

কঙ্গনার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি এমার্জেন্সি, বক্স অফিসে মুখ থুবরে পড়েছিল। তারপর থেকেই কঙ্গনা সিনেমার পর্দা থেকে গায়েব। এমনকী, রাজনীতির আঙিনায় পা দিয়েও তেমন কিছু করতে পারেননি কঙ্গনা। এমনকী, বেশ কয়েকমাস হল কঙ্গনার প্রযোজনা সংস্থার হাতে তেমন কাজ নেই। কোনওমতে চলছে তাঁর হিমাচলের ক্যাফে। সব মিলিয়ে কঙ্গনার এখন লড়াইয়ের সময়। এই সাক্ষাৎকারে সেই লড়াইয়ের কথাই জানালেন কঙ্গনা।