Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

জয়ের পথে কঙ্গনা, মাথায় কার হাত? গণনার দিন সকালেই খোলসা

Kangana Ranaut Post: অনেক নতুন মুখই প্রতিবছর দেখা যায় ভোটের প্রার্থী তালিকা সামনে আসা মাত্র। এবারও তার ব্যতিক্রম হল না। দেখা মিলল অনেকের সঙ্গে কঙ্গনা রানাওয়াতেরও। হিমাচল প্রদেশের মান্ডি থেকে লড়ছেন তিনি। সকাল থেকেই দেখা গিয়েছে সামান্য মার্জিন হলেও এগিয়ে রয়েছেন অভিনেত্রী।

জয়ের পথে কঙ্গনা, মাথায় কার হাত? গণনার দিন সকালেই খোলসা
Follow Us:
| Updated on: Jun 04, 2024 | 1:55 PM

৪ জুন, ২০১৪, সকাল থেকেই সকলের চোখ আটকে ভোট ফলাফলে। লোকসভা নির্বাচনে সাধারণের রায় কী? তা স্পষ্ট হতে শুরু করে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই। যেখানে নেতা-নেত্রীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছেন অভিনেতা-অভিনেত্রীরাও। যদিও কলা বিভাগের সঙ্গে রাজনীতির সম্পর্ক নতুন নয়। তাই অনেক নতুন মুখই প্রতিবছর দেখা যায় ভোটের প্রার্থী তালিকা সামনে আসা মাত্র। এবারও তার ব্যতিক্রম হল না। দেখা মিলল অনেকের সঙ্গে কঙ্গনা রানাওয়াতেরও। হিমাচল প্রদেশের মান্ডি থেকে লড়ছেন তিনি। সকাল থেকেই দেখা গিয়েছে সামান্য মার্জিন হলেও এগিয়ে রয়েছেন অভিনেত্রী।

প্রথম রাজনীতির পথে পা বাড়িয়েই ছক্কা হাঁকানোর পথে সেলিব্রিটি। বেলা দেড়টা পর্যন্ত ৫,০৩,৭৯০ ভোট তাঁর দখলে। ৭৩ হাজার ভোটে তিনি এগিয়ে কংগ্রেস প্রার্থী বিক্রমাদিত্য সিং-এর থেকে। ফলে অনেকটাই ভোটের ফলাফল স্পষ্ট হয়ে যাচ্ছে। এমনই সময় সকাল সকাল কঙ্গনা রানাওয়াত ইঙ্গিত স্পষ্ট করে দিলেন মাথায় তাঁর কার হাত। সোশ্যাল মিডিয়ায় স্টোরি শেয়ার করে লিখলেন, মায়ের আশীর্বাদ। তাঁর মা তাঁকে মিষ্টি খাইয়ে দিচ্ছেন।

রাজনীতির ময়দানে পা রাখতেই নানাজনের নানা মত, অনেকেই কঙ্গনা রানাওয়াতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়েছিলেন। তবে তিনি প্রচারের ক্ষেত্রে কোনও খামতি রাখেননি। শেষে জয়ের পথে ঘরের মেয়ে। বিজেপিতে যোগ দিতে সাংসদ পদের লড়াইয়ে নতুন  অধ্যায় শুরুর পথে কঙ্গনা রানাওয়াত। তবে তিনি কি এরপরও ছবি করে যাবেন? সে প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট নয়। কারণ কঙ্গনা এই বিষয় সেভাবে কোনও স্পষ্ট মন্তব্য করেননি।