Kangana Ranaut: জাদুবিদ্যা জানেন কঙ্গনা, নিজেই সাতসকালে প্রমাণ দিলেন সোশ্যাল মিডিয়ায়

Viral Post: বর্তমানে তাই কঙ্গনা রানাওয়াতের এই প্রতিক্রিয়া ঘিরে জোর জল্পনা সিনে দুনিয়ায়। সোশ্যাল মিডিয়ার পাতায় উঠছে নিন্দুকদের পোস্টও।

Kangana Ranaut: জাদুবিদ্যা জানেন কঙ্গনা, নিজেই সাতসকালে প্রমাণ দিলেন সোশ্যাল মিডিয়ায়
Follow Us:
| Edited By: | Updated on: Oct 29, 2022 | 5:06 PM

সোশ্যাল মিডিয়ায় বর্তমানে নয়া ঝড়। টুইটারের মসনদে ইলন মাস্ক। তাঁর এই বিতর্কিত টুইটার দখলের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া বর্তমান। বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের মনে যদিও বেজায় খুশির হাওয়া। তিনি স্পষ্টই ইঙ্গিত দিলেন তাঁর মনে ঠিক কী আশা। তাঁর স্থগিত থাকা টুইটার অ্যাকাউন্ট পুনরায় সক্রিয় করা হবে ভেবেই তিনি আনন্দিত। অভিনেত্রী ঠিক কীভাবে তাঁর “টুইটার বন্ধুদের” মিস করছেন বিগত এক বছরে সে সম্পর্কে ইনস্টাগ্রামের স্টোরিতে পোস্ট করেছেন।

গতবছর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফলের সামনে আসার পরই বিভিন্ন প্রতিক্রিয়ায় ভরতে থাকা পোস্টের মাঝেই ছিল কঙ্গনা রানাওয়াতের একাধিক টুইট। যা পোস্ট করার পর কঙ্গনাকে গত বছর টুইটার থেকে স্থায়ীভাবে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল। টুইটারের এক মুখপাত্র জানিয়ে ছিলেন যে, তাঁর অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে, “টুইটারের নিয়ম বারবার লঙ্ঘনের জন্য, বিশেষ করে ঘৃণ্য আচরণ এবং আপত্তিজনক  পোস্টের জন্যই তাঁকে ব্যান করা হয়।”

ইলন মাস্ক টুইটারের অনেক শীর্ষ নির্বাহীকে বরখাস্ত করেন দায়িত্ব নেওয়ার পরই, যার মধ্যে পরাগ আগরওয়ালও ছিলেন, যিনি প্রায় এক বছর টুইটারের সিইও হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করেন এই মর্মে কঙ্গনা রানাওয়াত। পোস্ট করেছেন যে তিনি অনেক আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন এমনটা ঘটতে পারে। তিনি লিখেছেন, “আমি সর্বদা এমন জিনিসগুলির ভবিষ্যদ্বাণী করি যেগুলি এখনও দূর ভবিষ্যতে ঘটতে চলেছে… কেউ আমার দূরদর্শিতাকে এক্স-রে বলে, কেউ তাকে আবার আমার অভিশাপও বলে। কেউ কেউ এটিকে জাদুবিদ্যাও বলে…।

বর্তমানে তাই কঙ্গনা রানাওয়াতের এই প্রতিক্রিয়া ঘিরে জোর জল্পনা সিনে দুনিয়ায়। সোশ্যাল মিডিয়ার পাতায় উঠছে নিন্দুকদের পোস্টও। যেখানে অনেকেই বলছেন তিনি টুইটে ফিরতেই এমন পোস্ট করে চলেছেন।