দ্বিতীয় সন্তানের বাবা হলেন কপিল শর্মা, টুইটে জানালেন সুখবর

স্বরলিপি ভট্টাচার্য |

Feb 01, 2021 | 11:58 AM

২০১৮-র ডিসেম্বরে জলন্ধরে বিয়ে করেছিলেন কলেজ জীবনের দুই বন্ধু কপিল এবং গিন্নি। ২০১৯-এ জন্ম হয় তাঁদের প্রথম সন্তান আনায়রার।

দ্বিতীয় সন্তানের বাবা হলেন কপিল শর্মা, টুইটে জানালেন সুখবর
কপিল শর্মা।

Follow Us

দ্বিতীয় বারের জন্য বাবা হলেন কমেডিয়ান কপিল শর্মা (Kapil Sharma)। সোমবার সকালে কপিলের স্ত্রী গিন্নি ছত্রাত পুত্র সন্তানের জন্ম দেন। সুখবর জানিয়ে টুইট করেছেন কপিল স্বয়ং।

কপিল লিখেছেন, নমস্কার। ‘আজ সকালে আমাদের ছেলে হয়েছে। আমরা আশীর্বাদধন্য। ঈশ্বরের কৃপায় মা এবং সন্তান দুজনেই ভাল আছে। আপনাদের আশীর্বাদ, প্রার্থনা, ভালবাসার জন্য ধন্যবাদ। আপনাদের সকলের প্রতি ভালবাসা রইল।’ সুমনা চক্রবর্তী, সাইনা নেওয়ালের মতো তারকারা সোশ্যাল মিডিয়ায় দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন।


২০১৮-র ডিসেম্বরে জলন্ধরে বিয়ে করেছিলেন কলেজ জীবনের দুই বন্ধু কপিল এবং গিন্নি। ২০১৯-এ জন্ম হয় তাঁদের প্রথম সন্তান আনায়রার। কিছুদিন ধরেই গিন্নির সন্তানসম্ভবনার খবর শোনা যাচ্ছিল। অবশেষ দিন কয়েক আগে কপিল সেই খবর নিশ্চিত করেন সোশ্যাল ওয়ালেই।

আরও পড়ুন, ইমন-নীলাঞ্জনের বিয়ে, শুরু হল নতুন পথ চলা

আগামী ফেব্রুয়ারি থেকে বন্ধ হয়ে যেতে পারে কপিল শর্মার শো। বিভিন্ন বলিউডি ছবির প্রোমোশন করার জন্য এই শো-এ অতিথি হিসেবে আসতেন অভিনেতা, অভিনেত্রী, পরিচালকরা। সঞ্চালক কপিলের সঙ্গে অতিথিদের মজাদার কথোপকথন দেখতে ভালবাসতেন দর্শক। পাশাপাশি সেটে উপস্থিত দর্শকরা এই শোয়ের অন্য আকর্ষণের কেন্দ্রে ছিলেন। করোনা পরিস্থিতিতে এই দুই ক্ষেত্রেই সমস্যা তৈরি হয়েছে। করোনা পরিস্থিতির পর এখনও পর্যন্ত কোনও বড় বাজেটের ছবি মুক্তি পায়নি। ফলে কপিলের সেটে অতিথির সংখ্যা কমেছে। পাশাপাশি করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখাটা জরুরি। ফলে শুটিং সেটে লাইভ অডিয়েন্সেরও ব্যবস্থা করতে পারছেন না কর্তৃপক্ষ। ফলে এই শো তার পুরনো জৌলুস হারাচ্ছে বলে মনে হয়েছে নির্মাতাদের। যার প্রভাব পড়েছে টিআরপিতেও। সে কারণেই এই শো বন্ধ হয়ে যেতে পারে বলে গুঞ্জন ছিল ইন্ডাস্ট্রিতে।

আরও পড়ুন, মেয়ের নামকরণ করেছিলাম ‘শাহিদা নীরা’… তাহলে তো ভয় পেয়ে ওর নাম পাল্টে দেওয়া উচিত ছিল: সুদীপ্তা চক্রবর্তী

তবে পারিবারিক কারণকেই এই শো বন্ধ হয়ে যাওয়ার একমাত্র কারণ বলে দাবি করেছেন কপিল। কেন বন্ধ হয়ে যাচ্ছে এই জনপ্রিয় শো, তা নিয়ে বহু জল্পনা ছিল ইন্ডাস্ট্রিতে। কিন্তু কপিল টুইটারে অনুরাগীর প্রশ্নের জবাবে বলেন, ‘এই মুহূর্তে বাড়িতে আমার স্ত্রীয়ের সঙ্গে থাকাটা বেশি গুরুত্বপূর্ণ। …সে কারণেই এখন শো করতে পারব না।’ আপাতত দুই সন্তান এবং স্ত্রীকে সময় দেওয়াটা কপিলের জীবনে প্রায়োরিটি।

Next Article