ব্যঙ্গ সহ্য করতে না পেরে শো ছাড়ার সিদ্ধান্ত নিলেন করণ?
Karan On KWK: স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে তিনি নিজেই পাঁচ পাঁচটা সম্পর্ক একসঙ্গে বজায় রেখেছিলেন। তিনি এককথায় প্রতারক। যদিও ওরির উপস্থিতিতে রীতিমতো অস্বস্তি হয় নেটিজ়েনদের।
কফি উইথ করণ শো নিয়ে বরাবরই চর্চা থাকে তুঙ্গে। এবারও তার ব্যতিক্রম হল না। তবে সব থেকে বেশি যা সকলের নজর কেড়েছে আটতম সিজ়নে তা হল করণ জোহরের বোল্ড উপস্থাপনা। বারবার কটাক্ষের শিকার হওয়া করণ জোহর এবার নিজে মুখে সমস্ত ট্রোল দর্শক দরবারে এনে হাজির করলেন। একের পর এক কমেন্ট সেখানে ভাইরাল হতে দেখা যায়। কখনও তিনি উল্লেখ করেন তাঁর যৌন অভিমুখ নিয়ে ব্যঙ্গ প্রসঙ্গ, কখনও আবার তিনি নিজেই স্বজন পোষন প্রসঙ্গে সরব হয়েছিলেন। তবে এবার শোয়ে সঞ্চালনা করতে এসে অন্যস্বাদের অভিজ্ঞতা হল করণ জোহরের। চার সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সরকে নিয়ে রীতিমত নাজেহাল তিনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শোয়ের প্রোমো।
যেখানে ওরি অর্থাৎ সেলেবকিডের চর্চিত বন্ধুকেও উপস্থিত হতে দেখা যায়। সেই ওরি সকলের সামনেই একের পর এক প্রশ্নবাণে জর্জরিত করে করণ জোহরকে। নিজের প্রসঙ্গেও মুখ খোলেন তিনি। স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে তিনি নিজেই পাঁচ পাঁচটা সম্পর্ক একসঙ্গে বজায় রেখেছিলেন। তিনি এককথায় প্রতারক। যদিও ওরির উপস্থিতিতে রীতিমতো অস্বস্তি হয় নেটিজ়েনদের। একই প্রশ্ন তারা আরও একবার করে বসে, কেন এই ওরিকে এত গুরুত্ব দেওয়া হচ্ছে।
View this post on Instagram
যদিও সেই বিষয়টা দর্শকদের নজরে না আসলেও চার ইনফ্লুয়েন্সর যখন করণের দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে থাকেন, সেটা নিয়ে চর্চা তুঙ্গে। একের পর এক প্রশ্নে অস্বস্তিতে করণ। যেন মনে হয়, তিনি শোয়ে এসেছেন, সঞ্চালকের ভূমিকায় চার অতিথি। তিনি বলেই বসলেন, তিনি শো থেকে তবে কি বেরিয়ে যাবেন? মজার এই ক্লিপিং এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সকলেই করণকে একাধিক প্রশ্ন করে বসেন, সেই স্বজন পোষন নিয়ে কেউ আবার করণের স্টারকিড ডেবিউ নিয়ে, উত্তর দিলেও হাসি মুখে করণ এও জানিয়ে দিলেন তিনি রীতিমত অস্বস্তিতে ভুগছেন।