ডিভোর্সের সময় করিশ্মার সঙ্গে কী রফা হয়েছিল সঞ্জয়ের? নায়িকার কাছে সমস্ত কাগজ চাইল সুপ্রিম কোর্ট
২০১৬ সালে সঞ্জয় কাপুর ও করিশ্মা কাপুরের বিবাহবিচ্ছেদ হয়েছিল। গত ১৬ জানুয়ারি সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি চলাকালীন আদালত করিশ্মাকে নোটিশ পাঠিয়ে আগামী দুই সপ্তাহের মধ্যে জবাব তলব করেছে। প্রিয়া সচদেবের আবেদনের ভিত্তিতে আদালত জানিয়েছে, সঞ্জয়ের সঙ্গে করিশ্মার ডিভোর্সের সমস্ত নথি এবং আদালতের পক্ষ থেকে দেওয়া রায়ের সার্টিফায়েড কপি জমা দিতে হবে।

প্রয়াত ব্যবসায়ী সঞ্জয় কাপুরের বিপুল সম্পত্তি নিয়ে আইনি লড়াই এবার এক নতুন মোড় নিল। সঞ্জয়ের তৃতীয় স্ত্রী প্রিয়া সচদেব সুপ্রিম কোর্টে একটি আবেদন দাখিল করেছেন, যেখানে সঞ্জয় ও তাঁর প্রাক্তন স্ত্রী করিশ্মা কাপুরের বিচ্ছেদ সংক্রান্ত নথিপত্র জনসমক্ষে আনার দাবি জানানো হয়েছে। এই আবেদনের প্রেক্ষিতেই দেশের শীর্ষ আদালত বলিউড অভিনেত্রী করিশ্মা কাপুরকে নোটিশ জারি করেছে।
২০১৬ সালে সঞ্জয় কাপুর ও করিশ্মা কাপুরের বিবাহবিচ্ছেদ হয়েছিল। গত ১৬ জানুয়ারি সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি চলাকালীন আদালত করিশ্মাকে নোটিশ পাঠিয়ে আগামী দুই সপ্তাহের মধ্যে জবাব তলব করেছে। প্রিয়া সচদেবের আবেদনের ভিত্তিতে আদালত জানিয়েছে, সঞ্জয়ের সঙ্গে করিশ্মার ডিভোর্সের সমস্ত নথি এবং আদালতের পক্ষ থেকে দেওয়া রায়ের সার্টিফায়েড কপি জমা দিতে হবে।
কেন নথি চাইছেন প্রিয়া সচদেব? সূত্রের খবর, সঞ্জয় কাপুরের মৃত্যুর পর তাঁর সম্পত্তির উত্তরাধিকার নিয়ে জটিলতা তৈরি হয়েছে। প্রিয়া সচদেব তাঁর আবেদনে জানতে চেয়েছেন, ২০১৬ সালের বিচ্ছেদের সময় করিশ্মা ও সঞ্জয়ের মধ্যে ঠিক কী কী শর্তে রফা হয়েছিল।
সন্তানদের হেফাজত (Custody) সংক্রান্ত কী কী চুক্তি হয়েছিল। বিচ্ছেদের সময় করিশ্মাকে খোরপোশ বা অ্যালিমনি বাবদ কোনও টাকা দেওয়া হয়েছিল কি না। প্রিয়ার দাবি, সম্পত্তির সঠিক বন্টনের জন্য এই চুক্তিপত্রগুলি খতিয়ে দেখা প্রয়োজন। করিশ্মা কাপুর বিচ্ছেদের সময় মোটা অঙ্কের কোনও সম্পত্তি বা অর্থ দাবি করেছিলেন কি না, তা নিয়ে ধন্দ দূর করতেই এই আইনি পদক্ষেপ। দীর্ঘদিন আইনি যুদ্ধের পর করিশ্মা ও সঞ্জয় আলাদা হয়েছিলেন। এরপর সঞ্জয় বিয়ে করেন প্রিয়া সচদেবকে। এখন সঞ্জয়ের প্রয়াণের পর তাঁর উত্তরাধিকার নিয়ে দুই পক্ষের এই লড়াই আদালত পর্যন্ত গড়িয়েছে। এখন দেখার বিষয়, আগামী দুই সপ্তাহের মধ্যে করিশ্মা কাপুর আদালতের এই নোটিশের কী উত্তর দেন এবং তিনি এই ব্যক্তিগত নথিপত্র জমা দিতে রাজি হন কি না।
