AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gold Price Hike: আকাশ ছুঁয়েছে সোনার দাম, এখনও কিনবেন নাকি এবার বিক্রি করবেন?

Gold and Silver Price: খুচরো বিনিয়োগকারীদের সোনা ও রুপোয় আগ্রহ বাড়ায় অনেকেই সোনা ও রুপোয় এসআইপি শুরু করেছেন। কিন্তু প্রশ্ন একটাই—এই মারাত্মক বেশি দামে সোনা বা রুপো কেনা কি এখনও ঠিক? নাকি বিক্রি করে দেওয়াই এবার বুদ্ধিমানের কাজ হবে?

Gold Price Hike: আকাশ ছুঁয়েছে সোনার দাম, এখনও কিনবেন নাকি এবার বিক্রি করবেন?
সোনা-রুপো আরও কিনবেন নাকি বেচবেন?
| Updated on: Jan 16, 2026 | 7:24 PM
Share

বিশ্বজুড়ে অনিশ্চয়তা ও ভূরাজনৈতিক উত্তেজনার আবহে সোনা ও রুপোর দাম বেড়েছে হু হু করে। আজ সর্বকালের সর্বোচ্চ দরের কাছাকাছি আটকে রয়েছে এই দুই বহুমূল্য ধাতুর দাম। আর সোনা ও রুপোর দাম বাড়ায় দাম বেড়েছে এই দুই ধাতুর ইটিএফেরও। খুচরো বিনিয়োগকারীদের সোনা ও রুপোয় আগ্রহ বাড়ায় অনেকেই সোনা ও রুপোয় এসআইপি শুরু করেছেন। কিন্তু প্রশ্ন একটাই—এই মারাত্মক বেশি দামে সোনা বা রুপো কেনা কি এখনও ঠিক? নাকি বিক্রি করে দেওয়াই এবার বুদ্ধিমানের কাজ হবে?

গত এক বছরে সোনার দাম বেড়েছে ৮০ শতাংশের বেশি। রুপোর ক্ষেত্রে দাম বৃদ্ধি আরও বেশি। প্রায় ২০০ শতাংশ। ইটিএফের ক্ষেত্রেও এর প্রতিফলন আরও স্পষ্ট। রুপোর ইটিএফ ইতিমধ্যেই ১৮৮ শতাংশ, সোনার ইটিএফ ৮০ শতাংশের বেশি রিটার্ন দিয়েছে। ফলে পোর্টফোলিও ফুলে উঠলেও, নতুন বিনিয়োগকারীদের ঝুঁকিও বেড়েছে।

বাজার বিশেষজ্ঞদের মতে, এত বড় র‍্যালির পর নতুন করে বিরাট বড় বিনিয়োগ দীর্ঘমেয়াদে উপযুক্ত নাও হতে পারে। যাঁরা ইতিমধ্যেই সোনা বা রুপো ধরে রেখেছেন, তাঁরা থাকতে পারেন। তবে, এই দামে একসঙ্গে বিরাট কোনও বিনিয়োগ এড়িয়ে চলাই ভাল। বিশেষজ্ঞরা বলছেন, বাড়তি বিনিয়োগ না করে নিজের পোর্টফোলিওতে শেয়ারের বণ্টন খতিয়ে দেখুন। রেকর্ড দামে কিছুটা বিনিয়োগ বিক্রি করে কিছুটা লাভ তুলে নেওয়াই কৌশলগত ভাবে যুক্তিযুক্ত বলে মনে করেন বিশেষজ্ঞরা।

রেকর্ড দামে বিনিয়োগের ঝুঁকি কী?

বাজারে এই মুহূর্তে একটা FOMO বা ফিয়ার অফ মিসিং আউট তৈরি হয়েছে। আর এতে অনেকেই একসঙ্গে বিনিয়োগের চেষ্টা করেন। ইতিহাস বলছে যখনই এই ভাবে কোনও কিছুর দাম বাড়তে থাকে, তারপর প্রায়শই বাজার নেতিয়ে পড়ে। তখন অনেক দামে কোনও বিনিয়োগ থেকে ক্ষতির সম্মুখীন হতে হয় বিনিয়োগকারীদের।

আর এক বিশেষজ্ঞ মনে করেন, রুপোর দীর্ঘমেয়াদি সম্ভাবনা ভাল। তবে স্বল্পমেয়াদে ঝুঁকি বেড়েছে। প্রায় ২০০ শতাংশ দামের লাফের পর একধাক্কায় নতুন করে অনেকটা বেশি টাকা বিনিয়োগ করা ঠিক নয়। লক্-ষ্যভিত্তিক ও সীমিত বিনিয়োগেই এই মুহূর্তে ভাল। আর এক বিশেষজ্ঞ যদিও বলছেন, রেকর্ড দাম ছুঁয়ে ফেলায় রুপো ও সোনায় এই মুহূর্তে প্রফিট বুকিংয়ের সংখ্যা বাড়তে পারে। ফলে, দাম কিছুটা হলেও প্রভাবিত হবে। তবে, যে সব বিনিয়োগকারীর লক্ষ্য আসলে দীর্ঘমেয়াদের জন্য, তাঁরা এখনও হয়তও কিছু বিক্রি করবেন না। তবে নতুন করে বিনিয়োগের আগে বাজারে স্থিতিশীলতার অপেক্ষা করাই বুদ্ধিমানের কাজ।

কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।

'বুথে রাজনীতি করো মন দিয়ে আমার কথা শোনো...', বলেই অভিষেক কী বললেন?
'বুথে রাজনীতি করো মন দিয়ে আমার কথা শোনো...', বলেই অভিষেক কী বললেন?
'চেয়ারের মর্যাদা রক্ষা করুন', নির্বাচন কমিশনকে তোপ দাগলেন মমতা
'চেয়ারের মর্যাদা রক্ষা করুন', নির্বাচন কমিশনকে তোপ দাগলেন মমতা
বাবা-মেয়ের বয়সের পার্থক্য ৫০ বছর, আবার রাকিবার বাবা ১৫ বছরের বড়!
বাবা-মেয়ের বয়সের পার্থক্য ৫০ বছর, আবার রাকিবার বাবা ১৫ বছরের বড়!
'মুর্শিদাবাদের নাম শুনলেই অ্যালার্জি হচ্ছে...ইউসূফ পাঠান কোথায়?'
'মুর্শিদাবাদের নাম শুনলেই অ্যালার্জি হচ্ছে...ইউসূফ পাঠান কোথায়?'
অমৃতই মনে হবে, এই ট্রেনে চড়লে অভিজ্ঞতা বদলে যাবে...
অমৃতই মনে হবে, এই ট্রেনে চড়লে অভিজ্ঞতা বদলে যাবে...
কালো ধোঁয়া ভর্তি, তপসিয়ায় সোফা কারখানায় কী হল দেখুন...
কালো ধোঁয়া ভর্তি, তপসিয়ায় সোফা কারখানায় কী হল দেখুন...
বেলডাঙায় জ্বলছে আগুন, ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকল ট্রেন
বেলডাঙায় জ্বলছে আগুন, ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকল ট্রেন
বাংলায় কথা বলার জন্য হিয়ারিংয়ে ডাকা হল তৃণমূল সাংসদকে?
বাংলায় কথা বলার জন্য হিয়ারিংয়ে ডাকা হল তৃণমূল সাংসদকে?
জ্বালিয়ে দেওয়ার পর বিডিও অফিসের কী অবস্থা হয়েছে দেখুন
জ্বালিয়ে দেওয়ার পর বিডিও অফিসের কী অবস্থা হয়েছে দেখুন
ধরনা হবে নবান্নের সামনেই! ডিভিশন বেঞ্চে যাচ্ছে বিজেপি
ধরনা হবে নবান্নের সামনেই! ডিভিশন বেঞ্চে যাচ্ছে বিজেপি