শুধু করিশ্মা নয়, আরও দুজনকে বিয়ে করেছিলেন সঞ্জয়! চেনেন তাঁদের?
লন্ডনের এক নার্সিংহোমেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। তথ্য অনুযায়ী, লন্ডনে ময়নাতদন্তের পর সঞ্জয়ের মরদেহ আনা হচ্ছে মুম্বইয়ে তাঁর বাড়িতে। জানা গিয়েছে, তাঁকে শেষশ্রদ্ধা জানাতে, সঞ্জয়ের বাড়িতে হাজির হবেন, প্রাক্তন স্ত্রী করিশ্মা কাপুর।

পোলো খেলতে গিয়েই বিপত্তি। তথ্য বলছে গলায় মৌমাছি ঢুকে বিষক্রিয়া হওয়ায় হৃদরোগে আক্রান্ত হন বলিউড অভিনেত্রী করিশ্মার কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর। লন্ডনের এক নার্সিংহোমেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। তথ্য অনুযায়ী, লন্ডনে ময়নাতদন্তের পর সঞ্জয়ের মরদেহ আনা হচ্ছে মুম্বইয়ে তাঁর বাড়িতে। জানা গিয়েছে, তাঁকে শেষশ্রদ্ধা জানাতে, সঞ্জয়ের বাড়িতে হাজির হবেন, প্রাক্তন স্ত্রী করিশ্মা কাপুর। কিন্তু জানেন কি করিশ্মা ছিলেন সঞ্জয়ের দ্বিতীয় স্ত্রী। আরও দুটি বিয়ে করেছেন সঞ্জয়। তাঁরা কে জানেন?
১৯৯৬ সালে লন্ডনে ফ্য়াশন ডিজাইনার নন্দিতা মাহতানিকে বিয়ে করেন সঞ্জয়। তবে তাঁদের দাম্পত্য চলে ২০০০ সাল পর্যন্ত। এর তিন বছর পরই করিশ্মার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন সঞ্জয়। তাঁদের দুই সন্তানও রয়েছে। তবে করিশ্মার সঙ্গেও সঞ্জয়ের সম্পর্ক টেকেনি। ২০১৬ সালে বিবাহবিচ্ছেদের হয় তাঁদের। ততদিনে সঞ্জয়ের জীবনে চলে আসেন নামকার মডেল প্রিয়া সচদেব। যিনি একসময় রণবীর কাপুরের প্রেমিকাও ছিলেন। প্রিয়ার সঙ্গে ২০১৬ সালে গাঁটছড়া বাঁধেন সঞ্জয়। তাঁদের এক পুত্রসন্তানও রয়েছে। মৃত্যুর আগের দিন পর্যন্ত এই প্রিয়ার সঙ্গেই সময় কাটিয়েছেন সঞ্জয়। এমনকী, প্রাক্তন হলেও, করিশ্মার সঙ্গেও সুসম্পর্ক রেখেছিলেন তিনি।

নন্দিতা মাহতানি
প্রসঙ্গত, পোলো খেলতে খুবই ভালবাসতেন সঞ্জয়। যখনই সুযোগ পেতেন, তখনই পোলো খেলতে নেমে পড়তেন মাঠে। বৃহস্পতিবার বিকেলেও পোলো খেলতে গিয়েছিলেন সঞ্জয়। প্রয়াত সঞ্জয় কাপুরের ঘনিষ্ঠ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, পোলো খেলার সময়ই হঠাৎই সঞ্জয়ের মুখে ঢুকে যায় একটি মৌমাছি। গলার ভিতরে গিয়ে কামড়েও দেয়। বিপদ বুঝে তৎক্ষণাৎ সঞ্জয়কে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিন্তু ততক্ষণে সঞ্জয়ের শরীরে বিষক্রিয়া শুরু। চিকিৎসকদের কথায়, এই বিষক্রিয়ার কারণেই হৃদরোগে আক্রান্ত হন সঞ্জয় কাপুর। তারপরই চোখের নিমিষে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

প্রিয়া সচদেব





