একের পর এক বিয়ের খবর থেকে এবার কার্তিক আরিয়ানই (Kartik Aaryan) বা বাদ পড়ে যায় কেন! বিবাহ অভিযানে গা ভাসিয়ে ভাইরাল (Viral News) হওয়া একাধিক সেলেবের মাঝে কতদিনই বা আর ব্যাচেলার থাকবেন কার্তিক আরিয়ান! নানান সম্পর্কে নাম জড়িয়ে পড়লেও গাঁটছড়া বাঁধার কোনও খবরই নেই, সারা আলি খানের সঙ্গে বেশ কয়েকদিনের প্রেমপর্ব জমিয়ে তুলেছিল নেটদুনিয়ার পাতা, কিন্তু সেই সম্পর্কে ইতি টেনে নিজেরাই জানিয়ে ছিলেন যে, কেরিয়ারেই এখন ফোকাস করতে চায় এই সেলেব জুটি। তাই বর্তমানে একাই রয়েছেন কার্তিক আরিয়ান, আর মনের মানুষকে কি এভাবে ফেলে রাখা যায়!
হয়তো নয়, তাই এবার কেবল প্রেম বিতরণ নয়, সরাসরি ঘুষ দিতে উদ্যত হয়ে উঠলেন কার্তিক আরিয়ানের এক মহিলা ভক্ত। সম্প্রতি শিশু শিল্পী ইনায়াতের সঙ্গে একটি ভিডিও শেয়ার করেন কার্তিক আরিয়ান। সেই ভিডিওর কমেন্টবক্সে নজর রাখলেই স্পষ্ট নজরে আসে বিয়ের প্রস্তাব, এক ভক্ত সাফ লিখে বসলেন- আমায় বিয়ে করে নিন, আমি ২০ কোটি দেব। মুহূর্তে এই কমেন্ট ভাইরাল হয় নেট দুনিয়ায়। প্রিয় তারকাকে বিয়ে করতে চেয়ে ভক্তের আবেদনে মোটা অঙ্কের টাকার উল্লেখ বেশ মজার বিষয়।
তবে গল্প এখানেই শেষ নয়, বি-টাউন থেকেও একটি ছবি করে এত টাকা পারিশ্রমিক পান না কার্তিক আরিয়ান, তাই এই প্রস্তাব নেহাতই ফেরাতে নারাজ সেলেব। কমেন্ট দেখে তড়িঘড়ি প্রশ্ন করে বসলেন কার্তিক -কবে! তবে পাশে একটি হাসির ইমোজি যুক্ত করে দেন তিনি। প্রসঙ্গত, বর্তমানে বিয়ের কোনও জল্পনাই নেই কার্তিককে ঘিরে। কারণ বেশ কিছুদিন টালপাটাল পরিস্থিতি বি-টাউনে কাটিয়ে এবার সেলেব পুরো দমে কাজে ফিরেছেন। সদ্য কৃতি স্যাননের সঙ্গে ছবির কাজ শেষ করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সেই খবর ভক্তদের সঙ্গে ভাগও করে নিয়েছেন তিনি। পাইপ লাইনে থাকা একের পর এক ছবির কাজ শেষ করছেন তিনি। তবে এবার বিয়ে প্রসঙ্গ উঠে আসতেই ভক্তের ডাকে সারা দিলেন কার্তিক।
আরও পড়ুন- Pathaan: কিং খান কামব্যাক বলে কথা, কোনও ঝুঁকি নেওয়া যাবে না- অকপট পরিচালক
আরও পড়ুন- Parambrata Chattopadhyay: পর্দায় বার বার মহিলাদের সহযোগী হতে আপত্তি নেই পরমব্রতর