Kartik Aaryan-Bhool Bhulaiyaa 2: ‘আমি যে তোমার’ গানের মধ্যে দিয়ে কার্তিক ফিরিয়ে আনলেন মঞ্জুলিকা স্মৃতি!

Kartik Aaryan-Bhool Bhulaiyaa 2: রাজপ্রাসাদের আলো-আঁধারি পেরিয়ে সামনে এলেন কার্তিক। সঙ্গে ছোট পণ্ডিত রাজপাল যাদব।

Kartik Aaryan-Bhool Bhulaiyaa 2: ‘আমি যে তোমার’ গানের মধ্যে দিয়ে কার্তিক ফিরিয়ে আনলেন মঞ্জুলিকা স্মৃতি!
'ভুল ভুলাইয়া ২' ছবিতে কার্তিক
Follow Us:
| Edited By: | Updated on: Apr 15, 2022 | 4:36 PM

রণবীর-আলিয়ার বিয়ে নিয়ে বি-টাউন মুখর। এর মধ্যেই মুক্তি পেল কার্তিক আরিয়ান (Kartik Aaryan) অভিনীত ‘ভুল ভুলাইয়া ২’ (Bhool Bhulaiyaa 2) ছবির টিজার। শ্রেয়া ঘোষালের গলায় ‘আমি যে তোমার’ গানটি দিয়েই শুরু হয়েছে টিজার। আর এই গানের সঙ্গেই ফিরে এল ২০০৭ সালের ‘ভুল ভুলাইয়া’ (Bhool Bhulaiyaa) ছবির স্মৃতি। অক্ষয় কুমার, বিদ্যা বালন, শাইনি আহুজা, আমিশা প্যাটেল অভিনীত, প্রিয়দর্শন পরিচালিত ছবির এই গান ব্লকবাস্টার হিট ছিল। সেই গান দিয়েই এক মিনিটের একটু কম টিজারে আবার ফিরে এল মঞ্জুলিকা। রাজপ্রাসাদের আলো-আঁধারি পেরিয়ে সামনে এলেন কার্তিক। সঙ্গে ছোট পণ্ডিত রাজপাল যাদব।  অফিসিয়াল লঞ্চের পর কার্তিক নিজেও তাঁর সোশ্যাল মিডিয়াতে টিজার শেয়ার করে লিখেছেন, ‘মঞ্জুলিকা সাবধান, রুহ বাবা আসছে’।

১৫ বছর পর আবার এই গানের সঙ্গে ফিরছে মঞ্জুলিকা। এবার কার শরীরকে সে অস্ত্র করবে জানা নেই। আগের টিমের অভিনেতাদের থেকে কেউ এই নতুন ছবিতে থাকছেন কিনা, তা নিয়েও রয়েছে রহস্য। এবার প্রিয়দর্শন নন, আনিস বাজমি দায়িত্ব নিয়েছেন ‘ভুল ভুলাইয়া ২’ ছবি পরিচালনার। তিনি ছবিতে কার্তিকতে দিয়েছেন ভুত তাড়ানোর দায়িত্ব। অর্থাৎ অক্ষয়ের ভূমিকায় পাওয়া যাবে কার্তিককে। টিজারের অল্প দর্শনেই তাঁকে এই চরিত্রে দিব্য মানিয়েছে বলাই যায়। তবে ছবি মুক্তির পরই অক্ষয়ের সঙ্গে তুলনায় আসবেন কার্তিক বলাই বাহুল্য। তিনি কি পারবেন অক্ষয়কে ছাপিয়ে যেতে? এই প্রশ্নও সকলের মনেই উঠতে শুরু করেছে। বিশেষ করে কার্তিক আর অক্ষয়ের অনুরাগীরা বসে আছেন উত্তরের খোঁজে। অক্ষয়ের সঙ্গে যোগ্য সঙ্গত দিয়েছিলেন বিদ্যা, শাইনি, আমিশারা। এবার কার্তিকের সঙ্গে রয়েছেন কিয়ারা আডবানি, টাব্বু, রাজপাল যাদব, সঞ্জয় মিশ্র। তাঁরা কতটা কার্তিকের সঙ্গ দেন, সেটা জানা যাবে ২০ মে ২০২২। ছবি মুক্তি পাচ্ছে এই দিনেই। দক্ষিণী ছবির ঝড়ের পর মুক্তি পাবে এই ছবি। কার্তিক কি পারবেন নিজের করিশ্মা দেখাতে পর্দায়?

আরও পড়ুন-Amitabh-Nafisa: সূরজ বরজাতিয়া অমিতাভ বচ্চন এবং নাফিসা আলির প্রেম ফিরিয়ে আনলেন  

আরও পড়ুন-Priyanka-Ranbir-Alia:  এক সময় নিজে রোম্যান্স করেছেন, রণবীরকে বিয়ের শুভেচ্ছা তাঁর অনস্ক্রিন প্রেমিকা প্রিয়াঙ্কার

আরও পড়ুন-Raveena Tandon: ভারতীয় সিনেমা শক্তিশালী হচ্ছে, হঠাৎ কেন বলছেন রবিনা?