AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Raveena Tandon: ভারতীয় সিনেমা শক্তিশালী হচ্ছে, হঠাৎ কেন বলছেন রবিনা?

Raveena Tandon: প্রথমবার যশের সঙ্গে কাজ করলেন রবিনা। খুব ভাল কাজ হয়েছে তাঁদের, জানিয়েছেন তিনি।

Raveena Tandon: ভারতীয় সিনেমা শক্তিশালী হচ্ছে, হঠাৎ কেন বলছেন রবিনা?
কেজিএফ ২ ছবির লুক
| Edited By: | Updated on: Apr 13, 2022 | 10:01 PM
Share

বলিউডে রবিনা ট্যান্ডনের (Raveena Tandon) উজ্জ্বল কেরিয়ার। হিন্দি, বাংলা, তামিল, তেলেগু সিনেমায় অভিনয় করেছেন। ডিজিটাল প্ল্যাটর্ফমেও তাঁর কাজ দর্শকদের পছন্দ হয়েছে। তাঁর পরবর্তী ছবি দক্ষিণের তারকা যশের সঙ্গে। ‘কেজিএফ- চ্যাপ্টার ২’ (KGF 2) ছবিতে তিনি অভিনয় করছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে। এই ছবিতে তাঁর বহু ছবির হিরো সঞ্জয় দত্তও অভিনয় করেছেন। রবিনা বিভিন্ন অনেকগুলো ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন। বিশেষ করে বলিউড ইন্ডাস্ট্রিতে তিনি বহু বছর কাজ করেছেন। এবার দক্ষিণ। বিশেষ কী পার্থক্য তিনি দেখতে পাচ্ছেন, এই প্রশ্নের উত্তরে, তিনি বলেন, “আমরা সকলে ভারতীয় একটা শক্ত সিনেমা ইন্ডাস্ট্রিতে পরিণত হচ্ছি আস্তে আস্তে। আমার অনুভূতি বলে, দক্ষিণের পরিচালকরা দর্শকদের পছন্দ-অপছন্দ খুব ভালভাবে বুঝতে পারেন”।

দক্ষিণের ছবির এখন যা জনপ্রিয়তা, তার কারণ সেখানকার পরিচালকরা বাণিজ্যিক ছবি আর ভাল বিষয়ের উপর ছবি তৈরি করেন। তাঁরা বোঝেন, দর্শক আসলে বাণিজ্যিক ছবি খুব পছন্দ করেন। সঙ্গে দারুণ সংগীত, মনে রাখার মতো চরিত্র, না ভুলে যাওয়া সংলাপ থাকে দক্ষিণের ছবিতে। এমন বিষয় তাঁরা ছবির জন্যে বেছে নেন, যা দর্শক সিনেমা হল থেকে বেরিয়েও ভুলতে পারে না। চিত্রনাট্যের বুনন চোখে পড়ার মত। সব মিলিয়ে একটা প্যাকেজ ছবি দক্ষিণের পরিচালক-প্রযোজকরা দর্শকদের দিচ্ছেন, যা বলাই যেতে পারে পয়সা উসুল ছবি। মনে করেন রবিনা।

‘শহর কি লড়কি’ রবিনা আজও দর্শক মনে ঝড় তোলেন। তাঁর ‘কোজিএফ ২’ ছবির সহঅভিনেতা সঞ্জয়ের সঙ্গে ‘আতিশ’, ‘জিনা মরনা তেরে সঙ্গ’, ‘ক্ষত্রিয়’, ‘বিজেতা’-য় কাজ করেছেন। তিনি মনে করেন, পর্দায় তাঁদের রসায়ন বরাবরই দর্শকদের ভাল লেগেছে। এবারও তাঁদের দর্শক পছন্দ করবেন আশা রাখেন তিনি। অন্যদিকে তাঁরাও যে অনুরাগীদের হতাশ করবেন না, সেই আশাও রাখাই যায়। প্রথমবার যশের সঙ্গে কাজ করলেন রবিনা। খুব ভাল কাজ হয়েছে তাঁদের, জানিয়েছেন তিনি। তবে পরিচালক প্রশান্ত নীলের সঙ্গে কাজ করে অনেক কিছু শিখেছেন, যা আগে তিনি কখনও জানতেন না। কেজিএফ ২ ছবির অংশ হতে খুব খুশি রবিনা ট্যান্ডন।

আরও পড়ুন- Ayan-Alia-Ranbir: আলিয়া-রণবীরের ‘বিয়ের’ ভিডিয়ো ভাইরাল, ফাঁস করলেন প্রিয় বন্ধু অয়ন

আরও পড়ুন-Amitabh-Abhishek: কটাক্ষকে উপেক্ষা করে খোলা মনে প্রশংসা, আবারও জুনিয়র বচ্চনকে সাবাসি দিলেন বিগ বি

আরও পড়ুন-Yash Sanjay KGF 2: যশ-সঞ্জয় অভিনীত ‘কেজিএফ ২’ ভেঙে দিল কীসের রেকর্ড, রইল তার হদিস