Amitabh-Abhishek: কটাক্ষকে উপেক্ষা করে খোলা মনে প্রশংসা, আবারও জুনিয়র বচ্চনকে সাবাসি দিলেন বিগ বি

Amitabh-Abhishek: বাবার পোস্টের প্রতিক্রিয়া জানিয়ে অভিষেক বচ্চন একটি আলিঙ্গন মুখ এবং লাল হৃদয় ইমোজি দিয়েছেন।

Amitabh-Abhishek: কটাক্ষকে উপেক্ষা করে খোলা মনে প্রশংসা, আবারও জুনিয়র বচ্চনকে সাবাসি দিলেন বিগ বি
বাবা-ছেলের দুষ্ট-মিষ্টি মুহূর্ত
Follow Us:
| Edited By: | Updated on: Apr 13, 2022 | 6:38 PM

আবার ছেলের প্রশংসায় পঞ্চমুখ গর্বিত বাবার। এর আগে ছেলের নতুন ওটিটি সিনেমা দসবি-র (Dasvi০ প্রশংসা করায় নেটিজ়েনরা বিরুপ মন্তব্য করেন অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) বিরুদ্ধে। তিনিও অবশ্য পাল্টা উত্তর দিতে ছাড়েননি। এবার আবার তিনি নিজের সোশ্যাল মিডিয়াতে অভিষেক বচ্চনের (Abhishek Bachchan) হয়ে নতুন পোস্ট দেন। যেখানে তিনি লিখেছেন, “অভিষেক আমাকে অনেক গর্ব আর আনন্দ দিয়েছে”। কেন হঠাৎ আবার জুনিয়র বচ্চনকে নিয়ে এই পোস্ট? আসলে অভিষেক বচ্চন ডিজিটাল মাধ্যমে একের পর এক ভাল ভাল কাজ করছেন। প্রায় প্রত্যেকটি ছবি প্রশংসিত হচ্ছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে তা নিয়ে লেখা হচ্ছে। সেই দেখেই তিনি আবার ছেলের প্রশংসায় গর্ববোধ করছেন জানিয়েছেন।

সম্প্রতি একটি সংবাদ মাধ্যমে অভিষেক বচ্চনকে নিয়ে লেখা হয়েছে যে, তিনি ডিজিটাল মাধ্যমে রাজত্ব করছেন সিনেমা আর ওয়েব সিরিজ মিলিয়ে। এই লেখাকে ট্যাগ করে বলিউড বিগ বি নতুন পোস্ট দিয়েছেন। যেখানে তাঁর বক্তব্য, “প্রত্যেক বাবার স্বপ্ন…!!! এবং আমার জন্য এটা পরিপূর্ণতা!! তুমি আমাকে এবং সমস্ত দর্শকদের এত গর্ব এবং আনন্দ দিয়েছ .. শুধু চালিয়ে যাও .. তোমার সঙ্গে আমার প্রার্থনা সবসময় রয়েছে”।

বাবার পোস্টের প্রতিক্রিয়া জানিয়ে অভিষেক বচ্চন একটি আলিঙ্গন মুখ এবং লাল হৃদয় ইমোজি দিয়েছেন। অমিতাভের মেয়ে শ্বেতা বচ্চন এবং তাঁর নাতনি নভ্যা নাভেলি নন্দাও এই পোস্টে রেড হার্ট ইমোজি দিয়েছেন। অমিতাভ ছেলের সাফল্য শুধু উপভোগই করছেন না, তিনি মনে করেন বহু দশকের সত্যকে আবারও প্রমাণ করছে যে, সন্তানের সাফল্য বংশেরও সম্মান বৃদ্ধি করে। ছেলেকে নিয়ে তাঁর এই গর্ব একদিকে যেমন অনেকেই প্রশংসা করছে, তেমনই অনেকে এই নিয়ে নানা কুটুক্তি করতেও ছাড়ছেন না। তবে এই নিয়ে বিগ বি মোটেই ভাবিত নন, তিনি নিজের কথা যেমন সোশ্যাল মিডিয়াতে ভাগ করতেন, তেমনই করে যাচ্ছেন। এই মাসের ৭ এপ্রিল মুক্তি পায় ‘দসবি’। অভিষেক ছাড়াও নিমরত কৌর, ইয়ামি গৌতম ধর রয়েছেন ছবিতে।

 

আরও পড়ুন-Amitabh-Nafisa: সূরজ বরজাতিয়া অমিতাভ বচ্চন এবং নাফিসা আলির প্রেম ফিরিয়ে আনলেন  

আরও পড়ুন-Ranbir-Alia-‘Brahmastra’: অনস্ক্রিন না অফস্ক্রিন, কোন ভালবাসার আগুন ছড়াচ্ছেন রালিয়া!

আরও পড়ুন-Ranbir-Alia-Shraddha: হবু স্বামী রণবীর ব্যস্ত শুটিংয়ে শ্রদ্ধার সঙ্গে, কি করছেন আলিয়া?