Ranbir-Alia-‘Brahmastra’: অনস্ক্রিন না অফস্ক্রিন, কোন ভালবাসার আগুন ছড়াচ্ছেন রালিয়া!

Ranbir-Alia-'Brahmastra': যখন বি-টাউনে কান পাতলে শুধুই রালিয়ার বিয়ের আলোচনা, তখন ভালবাসার বার্তা দেওয়া পোস্টার ভাগ করেছেন অয়ন

Ranbir-Alia-'Brahmastra': অনস্ক্রিন না অফস্ক্রিন, কোন ভালবাসার আগুন ছড়াচ্ছেন রালিয়া!
'ব্রক্ষ্মাস্ত্র' ছবির গানের পোস্টার
Follow Us:
| Edited By: | Updated on: Apr 11, 2022 | 9:59 AM

ভালবাসার আগুন নিয়ে আসছে ‘ব্রক্ষ্মাস্ত্র’ (Brahmastra)। ছবির প্রথম গান ‘কেসরিয়া’-র টিজার পোস্টার যেন সেই কথাই বলছে। এ কি কোনও প্রচারের খেলা? বিয়ের প্রচার না সিনেমার প্রচার? সে যাই হোক, রালিয়া যে শক্ত লাভবার্ড, তাতে কোনও সন্দেহ নেই। জোতিষীদের ভবিষ্যৎ বাণীও একই কথা বলছে। বাস্তবেও অনেক পরিবর্তন দেখা যাচ্ছে। বিশেষ করে রণবীর কাপুরের (Ranbir Kapoor) মধ্যে। বলিউডের ক্যাসিনোভা অনেক পরিণত আলিয়া ভাট (Alia Bhatt) তাঁর জীবনে আসার পর থেকে। জামার মত প্রেমিকা পাল্টানো রণবীর এখন পুরোপুরি আলিয়ায় মজে। প্রায় ১০ বছরের ব্যবধান দু’জনের বয়সে।আলিয়ার ছোটবেলার ক্রাশ রণবীর। আজ সে-ই হতে চলেছেন তাঁর জীবনসঙ্গী। অনেকটা রূপকথার গল্পের মতো তাঁদের সম্পর্ক।

পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের ছবি ‘ব্রক্ষ্মাস্ত্র’। ২০১৮ সাল থেকে ছবির কাজ শুরু হয়। তারপর কখনও ভিএফএক্সের জন্য তো, কখনও মহমারীর কারণে ছবি কাজ আর মুক্তি পিছোতে থাকে। এ বছর ২৯ মার্চ ছিল ছবির শেষ শুটিং। বেনারসে হয় সেই শুটিং। এর আগেও ছবির কিছু অংশ শুট হয়েছে বেনারসে। ছবিতে এই শহরের বিশেষ গুরুত্ব রয়েছে। শুটিং শেষে রালিয়া আর অয়ন কাশী বিশ্বনাথের মন্দিরে পুজো দিতে যান। সেই সময় থেকেই দু’জনের বিয়ের গুঞ্জন শুরু হয়ে গিয়েছে।

‘ব্রক্ষ্মাস্ত্র’ ছবির সেট থেকেই রণবীর-আলিয়ার কাছাকাছি আসা। একটি ছবি পোস্ট করে রালিয়া হয়ে ওঠার খবরও ভাগ করেছিলেন রণবীরের ভাল বন্ধু অয়ন। আর এবার এই ছবির গানের পোস্টার নিজের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার মাধ্যমেই কি তিনি রণবীর এবং আলিয়ার বিয়ের আভাস দিলেন?

তাই কি এই সময়, যখন বি-টাউনে কান পাতলে শুধুই রালিয়ার বিয়ের আলোচনা, তখন ভালবাসার বার্তা দেওয়া পোস্টার ভাগ করেছেন অয়ন? কী লিখেছেন তিনি ক্যাপশনে, “প্রথম অংশ: শিবা, ব্রহ্মাস্ত্র-এর এই প্রথম অধ্যায়কে প্রথমে বলা হবে। এই প্রথম অংশ: প্রেম, কারণ এর মূলে রয়েছে প্রেমের শক্তি। এমন এক ভালবাসা, যা সিনেমার বাইরে এবং ব্যক্তি জীবনে আগুনের মতো চারিদিকে ছড়িয়ে পড়বে। তাই এখানে আমাদের প্রেমের পোস্টার! আজকাল বাতাসে কিছু বাড়তি ভালোবাসা ছড়িয়ে রয়েছে! এর সঙ্গে ধন্যবাদ জানাই, প্রীতম দাদা, অমিতাভ ভট্টাচার্য, অরিজিৎকে কেসরিয়া গানের মধ্যে দিয়ে জাদু তৈরি করার জন্য। ইশা আর শিবা, আলিয়া- রণবীর অনেক ভালবাসা”।

৯ সেপ্টেম্বর মুক্তি পাবে ‘ব্রহ্মাস্ত্র পার্ট ১: শিবা’। আশা করা যায়, ততদিনে রণবীর এবং আলিয়া সাত পাকে বাঁধা পড়বেন। বাস্তবের রসায়ন আর পর্দার রসায়ন দেখার জন্য মুখিয়ে রয়েছেন অনুরাগীরা। ছবিতে আরও অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, নাগার্জুন, মৌনি রায়। একটি ছোট্ট চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকেও।

আরও পড়ুন-Vidya Balan-Satyajit Ray: বিদ্যা বালনের কিশোরী জীবনের গোপন কথা ফাঁস!

আরও পড়ুন-Jaya-Abhishek-Amitabh: জয়া বচ্চন জন্মদিনে শুভেচ্ছা বার্তা পেলেন পরিবার আর অনুরাগীদের থেকে

আরও পড়ুন-Ranbir-Alia-Shraddha: হবু স্বামী রণবীর ব্যস্ত শুটিংয়ে শ্রদ্ধার সঙ্গে, কি করছেন আলিয়া?