Ayan-Alia-Ranbir: আলিয়া-রণবীরের ‘বিয়ের’ ভিডিয়ো ভাইরাল, ফাঁস করলেন প্রিয় বন্ধু অয়ন

Ayan-Alia-Ranbir: রণবীর-আলিয়া সারা বিশ্বে আমার সবচেয়ে কাছের এবং ভালবাসার মানুষ, আমার খুশির জায়গা, এবং আমার নিরাপদ জায়গা, বললেন অয়ন

Ayan-Alia-Ranbir: আলিয়া-রণবীরের ‘বিয়ের’ ভিডিয়ো ভাইরাল, ফাঁস করলেন প্রিয় বন্ধু অয়ন
রেনারসের শুটিং শেষে মন্দির দর্শন
Follow Us:
| Edited By: | Updated on: Apr 13, 2022 | 6:52 PM

রণবীর সিং (Ranbir Kapoor)-আলিয়া ভাট (Alia Bhatt)-এর বিয়ে নিয়ে তোলপাড় সংবাদ মাধ্যম থেকে সোশ্যাল মিডিয়া। ঠিক কবে বিয়ে টি-টাউনের সবচেয়ে চর্চিত জুটির? এই প্রশ্ন চারিদিকে। ঠিক তখনই নিজের ইনস্টাগ্রামে রালিয়ার প্রিয় বন্ধু পরিচালক অয়ন মুখোপাধ্যায় (Ayan Mukerji) দিলেন দু’জনের বিয়ের ভিডিয়ো। তবে তা অবশ্যই বাস্তব নয়, অনস্ক্রিন বিয়ে। ব্রক্ষ্মাস্ত্র ছবির প্রথম গান ‘কেসরিয়া’-র টিজার আগেই বেরিয়েছে, সেই ‘লাভ পোস্টারে’ই রালিয়ার রসায়ন চোখে পড়ছে, এবার পুরো গানটি প্রকাশিত হল। বেনারসে শেষ মুহূর্তে এই গানের শুটিংয়ে গিয়েছিল পুরো টিম। শুটিং শেষে কাশী বিশ্বনাথের মন্দিরে পুজোও দিয়েছিলেন অয়ন-আলিয়া-রণবীর। সেই ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে সময় নেয়নি।

ছবির গানের মধ্যে দিয়েই জীবনের নতুন অধ্যায় শুরু হওয়ার ইঙ্গিতই যেন দেওয়া হচ্ছে। পোস্টের সঙ্গে অয়ন লিখেছেন,

“রণবীরের জন্য এবং আলিয়ার জন্য

এবং খুব শীঘ্রই তাঁরা একটা পবিত্র বন্ধনে জুড়ে চলেছেন। রণবীর-আলিয়া সারা বিশ্বে আমার সবচেয়ে কাছের এবং ভালবাসার মানুষ, আমার খুশির জায়গা, এবং আমার নিরাপদ জায়গা.. যাঁরা আমার জীবনে সবকিছু যোগ করেছে, যাঁরা নিজেদের সবকিছু উৎসর্গ করেছে নিঃস্বার্থভাবে, আমরা তাঁদের আমাদের সিনেমার একটা গান কেসরিয়া ভাগ করলাম তাঁদের বিশেষ দিনের উদযাপনের উপহার হিসেবে, অবশ্যই সকলের সঙ্গেও। তাঁদের জীবনের নতুন অধ্যায়ে সকলের আশীর্বাদ থাকুক, সারাজীবন একসঙ্গে থেকো”। লেখার সঙ্গে গানের ভিডিয়ো ভাগ করেছেন, তাঁর পোস্ট করার পর পরই আলিয়া মন্তব্যের জায়গায়, অনেকগুলো লাল রঙের হার্ট ইমোজি দিয়েছেন।

View this post on Instagram

A post shared by Ayan Mukerji (@ayan_mukerji)

১৪ এপ্রিল বিয়ে করতে চলেছেন রণবীর-আলিয়া। পাঞ্জাবি মতেই হবে বিয়ে। এই তারিখ নিয়ে কোনও সংশয় নেই, আলিয়ার আঙ্কেল রবিন ভাটের। কারণ তাঁর কাছে অন্য কোনও তারিখের খবর নেই বলেই তিনি দাবি করেছেন। প্রচুর বাউন্সার দেখা যাচ্ছে আরকে পরিবারের বাস্তু ভবনে।

আরও পড়ুন-  Amitabh-Abhishek: কটাক্ষকে উপেক্ষা করে খোলা মনে প্রশংসা, আবারও জুনিয়র বচ্চনকে সাবাসি দিলেন বিগ বি

আরও পড়ুন- Ranbir-Alia-‘Brahmastra’: অনস্ক্রিন না অফস্ক্রিন, কোন ভালবাসার আগুন ছড়াচ্ছেন রালিয়া!

আরও পড়ুন- Ranbir-Alia: বাবা-মায়ের মতো আলিয়াকে নিজের পৈতৃক বাড়িতেই কি বিয়ে করতে চলেছেন রণবীর?