Priyanka-Ranbir-Alia:  এক সময় নিজে রোম্যান্স করেছেন, রণবীরকে বিয়ের শুভেচ্ছা তাঁর অনস্ক্রিন প্রেমিকা প্রিয়াঙ্কার

Priyanka-Ranbir-Alia: রণবীরের সঙ্গে প্রিয়াঙ্কা ‘আনজানা আনজানি’ আর ‘বরফি’ ছবিতে কাজ করেন।

Priyanka-Ranbir-Alia:  এক সময় নিজে রোম্যান্স করেছেন, রণবীরকে বিয়ের শুভেচ্ছা তাঁর অনস্ক্রিন প্রেমিকা প্রিয়াঙ্কার
রালিয়ার বিয়েতে শুভেচ্ছা প্রিয়াঙ্কার
Follow Us:
| Edited By: | Updated on: Apr 15, 2022 | 3:26 PM

বৃহস্পতিবার মধ্যাহ্নে খুব কাছের মানুষদের নিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন রণবীর কাপুর (Ranbir Kapoor) -আলিয়া ভাট (Alia Bhatt) । আরকে পরিবারের বাস্তু হাউজে বিয়ে হল। বিয়ের পর থেকেই সদ্য বিবাহিত ‘রালিয়া’কে সকলে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিচ্ছেন। পরিবারের সদস্য হোক কিংবা নিরাপত্তারক্ষী কেউ বাদ যাচ্ছেন না। রূপকথার এই বিয়েতে দু’জনের সহঅভিনেতারাও জানাচ্ছেন তাঁদের শুভেচ্ছা। দু’জনের প্রাক্তন প্রেমিক-প্রেমিকাও জানিয়েছেন শুভেচ্ছা। ক্যাটরিনা কাইফ, দীপিকা পাড়ুকোন, সিদ্ধার্থ মালহোত্রা সকলেই তাঁদের নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন।

রণবীর কাপুরের নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) তাঁর ইনস্টাগ্রামে দু’জনের বিয়ের ছবির সঙ্গে লিখেছেন, “অনেক শুভেচ্ছা দু’জনকে। সারাজীবন ভালবাসা এবং আনন্দে কাটুক তোমাদের এই কামনা করি। @ আলিয়া ভাট এন রণবীর”।

রণবীরের সঙ্গে প্রিয়াঙ্কা ‘আনজানা আনজানি’ আর ‘বরফি’ ছবিতে কাজ করেন। কথা ছিল ফারহান আখতারের পরিচালক হিসেবে ফিরে আসা ছবি ‘জি লে জারা’ ছবিতে আলিয়া আর ক্যাটরিনা কাইফের সঙ্গে কাজ করবেন প্রিয়াঙ্কা। তবে মেয়ে হওয়ার জন্য ছবি থেকে নিজেকে সরিয়া নিয়েছেন, এমন খবর রয়েছে। তবে যদি তিনি এই ছবিতে অভিনয় করেন, তবে রণবীরের ঘরণী আলিয়ার সঙ্গে প্রথমবার স্ত্রিন ভাগ করবেন তিনি। আর সঙ্গে থাকবেন রণবীরের প্রাক্তন ক্যাটরিনাও। এর আগে পিগি চপস রণবীরের আর এক প্রাক্তন দীপিকার সঙ্গেও স্ক্রিন ভাগ করেন ‘বাজিরাও মস্তানি’ ছবিতে।

আরও পড়ুন-Alia-Ranbir Wedding: চৈত্রের শেষবেলায় গাঁটছড়া বাঁধলেন রণবীর-আলিয়া, শুরু হল নতুন অধ্যায়

আরও পড়ুন-Ayan-Alia-Ranbir: আলিয়া-রণবীরের ‘বিয়ের’ ভিডিয়ো ভাইরাল, ফাঁস করলেন প্রিয় বন্ধু অয়ন

আরও পড়ুন-Yash Sanjay KGF 2: যশ-সঞ্জয় অভিনীত ‘কেজিএফ ২’ ভেঙে দিল কীসের রেকর্ড, রইল তার হদিস

.