Phone Bhoot Leaked Online: মুক্তির প্রথমদিনই কয়েক ঘণ্টার মধ্যে অনলাইনে লিক করল ‘ফোন ভূত’…
Katrina-Ishaan-Siddhant: যে-যে সাইটে 'ফোন ভূত' লিক করেছে, সেই তালিকায় রয়েছে তামিলরকার্স, টেলিগ্রামের মতো টোরেন্ট সাইট।

৪ নভেম্বর, অর্থাৎ আজ সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘ফোন ভূত’। এবং মুক্তি পেতে না-পেতেই অনলাইনে লিক করেছে ছবির সম্পূর্ণ HD ফরম্যাট। মাথায় হাত দিয়েছেন ছবির নির্মাতারা। যে-যে সাইটে ‘ফোন ভূত’ লিক করেছে, সেই তালিকায় রয়েছে তামিলরকার্স, টেলিগ্রামের মতো টোরেন্ট সাইট।
প্যানডেমিকের পর অনেক কষ্টে মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করছে সিনেমা জগৎ। ওটিটি প্ল্যাটফর্মে অভ্যস্থ হয়ে ওঠা দর্শককে ফের সিনেমা হলে ফিরিয়ে আনার মরিয়া চেষ্টা চলছে। বহু বড় বাজেটের ছবি মুখ থুবড়ে পড়েছে। সেই পরিস্থিতিতে বারংবার পাইরেটেড সাইটে অন্যায়ভাবে ছবি লিক করার ঘটনা একপ্রকার চোখ রাঙানি ছাড়া কিছুই নয়। অতীতেও এই ঘটনা ছবি নির্মাতাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। আজ হয়তো রাতের ঘুম কাড়ল ক্যাটরিনাদের।
বিয়ের পর এটাই প্রথম ছবি মুক্তি পেল ক্যাটরিনার। বিগত কয়েকদিন ধরে ছবির প্রচার চালাচ্ছিলেন অভিনেত্রী। বহু জায়গায় গিয়ে মুখোমুখি হচ্ছিলেন সাংবাদিকদের। অনেক আশা তৈরি হয়েছিল তাঁদের মনে। ‘ফোন ভূত’-এর মতো হরর কমেডি অনলাইনে লিক করলে বিনা পয়সায় প্রথমদিন থেকেই সিনেমা হলে যাওয়া বন্ধ করবেন দর্শক। সেই আশঙ্কা কুঁড়ে-কুঁড়ে খাচ্ছে নির্মাতাদের। তাঁরা নাকি ইতিমধ্যেই ধরে নিয়েছেন এর প্রভাব পড়বে বক্স অফিসেও।
এদিকে জাহ্নবী কাপুরের ‘মিলি’র সঙ্গে মুক্তি পেয়েছে ক্যাটরিনার ‘ফোন ভূত’। দর্শকের মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে এই ছবি। হরর কমেডি দেখে অনেকে হেঁসে গড়িয়ে গিয়েছেন। অনেকের একেবারেই ভাল লাগেনি এই ছবি।
