পঞ্জাবি বউ হওয়ার কী সুবিধে? ব্যক্তিগত ছবি দিয়ে ক্যাটরিনা বললেন…
Vicky-Katrina: ২০২১ সালের ৯ ডিসেম্বর বিয়ে করেছিলেন ক্যাটরিনা ও ভিকি। রাজস্থানের সাতমহলা প্রাসাদে বসেছিল তাঁদের বিয়ের অনুষ্ঠান। তাঁদের বিয়ে নিয়ে কম আলোচনা হয়নি। ভিকির চেয়ে ক্যাটরিনা বয়সে বড়।

গত আড়াই বছর ধরে ক্যাটরিনা কাইফের এক নতুন পরিচয় যোগ হয়েছে। তিনি এখন পঞ্জাবি পরিবারের ‘বহু’। ভিকি কৌশলের সঙ্গে বিয়ে হওয়ার পর থেকেই তাঁর বাবা-মা’কে আপন করে নিয়েছেন ক্যাটরিনা। পঞ্জাবি পরিবারের বউ হয়ে কী সুবিধে ক্যাটের? সম্প্রতি ভক্তের করা এই প্রশ্নের উত্তরে দু’টি কারণ বাতলেছেন ক্যাটরিনা। জানিয়েছেন ওই পরিবারে বউ হয়ে আসায় কী কী সুবিধে হয়েছে তাঁর। জিভ জল আনা খাবারের ছবি শেয়ার করে ক্যাটরিনা লিখেছেন, “পঞ্জাবি পরিবারে বিয়ে হয়ে এসে অনেক ভালবাসা পেয়েছি। একই সঙ্গে পেয়েছি ঘরে তৈরি সর্ষের শাক ও যবের রুটি সঙ্গে সাদা মাখন। হতে পারেন তিনি তারকা। হতে পারেন তিনি ক্যাটরিনা কাইফ– কিন্তু বাড়ির তৈরি খাবারের সঙ্গে যে কোনও আপস নয় সে প্রমাণই দিয়েছেন ক্যাটরিনা।
২০২১ সালের ৯ ডিসেম্বর বিয়ে করেছিলেন ক্যাটরিনা ও ভিকি। রাজস্থানের সাতমহলা প্রাসাদে বসেছিল তাঁদের বিয়ের অনুষ্ঠান। তাঁদের বিয়ে নিয়ে কম আলোচনা হয়নি। ভিকির চেয়ে ক্যাটরিনা বয়সে বড়। এখানেই শেষ নয় কিন্তু। কেরিয়ারের দিক দিয়েও ক্যাটরিনা ‘সিনিয়র’। অনেকেই বলেছিলেন, এ বিয়ে টিকবে না। কিন্তু দিব্যি আছেন তাঁরা। আছেন ভালবাসায়। সম্প্রতি মুক্তি পেয়েছিল ক্যাটরিনার ছবি ‘মেরি ক্রিস্টমাস’। ছবিতে ক্যাটরিনার বিপরীতে আছেন বিজয় সেতুপতি। বক্সঅফিসে মোটামুটি ব্যবসা করেছে ছবিটি। প্রথম ছয় দিন ১৪ কোটির মতো।
View this post on Instagram





