ছোটপর্দায় এবার কৌশানী? কোন চমক অপেক্ষায়…
সান বাংলার রিয়্যালিটি শো ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’ সিজন ২ এখন জমজমাট। বাংলার বিভিন্ন প্রান্ত থেকে নানা পেশার মহিলারা এই মঞ্চে উঠে আসছেন তাঁদের জীবনের লড়াই ও স্বপ্নপূরণের গল্প নিয়ে। কেউ আসেন অনুপ্রাণিত করতে, কেউ কেউ আবার একবুক স্বপ্ন নিয়ে আসেন খেলায় জিততে।

গত দুই বছর ধরে খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন টলিপাড়ার অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। একের পর এক ছকভাঙা চরিত্রে দাপটের সঙ্গে কাজ করে সকলের নজরের কেন্দ্রে এখন তিনি। সদ্য জন্মদিন কাটিয়ে প্রেমিক বনি সেনগুপ্তের সঙ্গে বালি ভ্রমণে গিয়েছেন কৌশানী। তারই মাঝে এ কোন খবর এল সামনে? ছোটপর্দায় আসতে চলেছেন তিনি? তবে ধারাবাহিক নয়, সান বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’-এ বিশেষ অতিথি হয়ে আসতে চলেছেন তিনি।
সান বাংলার রিয়্যালিটি শো ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’ সিজন ২ এখন জমজমাট। বাংলার বিভিন্ন প্রান্ত থেকে নানা পেশার মহিলারা এই মঞ্চে উঠে আসছেন তাঁদের জীবনের লড়াই ও স্বপ্নপূরণের গল্প নিয়ে। কেউ আসেন অনুপ্রাণিত করতে, কেউ কেউ আবার একবুক স্বপ্ন নিয়ে আসেন খেলায় জিততে। এইবারে সেই শোয়ের মাসের ফিনালে পর্বেই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকছেন জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়।
কৌশানী বলেন, “এই মঞ্চে এসে সত্যিই মন ভরে গেল। এত মা লক্ষ্মীদের দেখে মনে হল আমিও লক্ষ্মীলাভ করলাম। সুদীপ্তাদি দারুণভাবে অনুষ্ঠানটি পরিচালনা করছেন।” ৩১ মে সন্ধে ৬টায় সম্প্রচারিত হবে এই বিশেষ ফিনালে পর্ব। বিজয়িনী জিতে নেবেন ২ লাখ টাকা, সঙ্গে থাকবে তাঁদের জীবনের অনুপ্রেরণাদায়ক গল্প।

চার রাউন্ডের খেলা। সকলে কিছু না কিছু নগদ পুরস্কার পান—কেউ ফিরেন না খালি হাতে। এই অনুষ্ঠান শুধুই খেলা নয়, এটি নারীর স্বনির্ভরতা ও সাহসিকতার এক প্রতিচ্ছবি। প্রতিদিন সন্ধে ৬টায় সান বাংলায় সম্প্রচারিত হয় এই শো।
প্রসঙ্গত, সদ্য জন্মদিনের সেলিব্রেট করে বনি সেনগুপ্তের সঙ্গে ছুটি কাটাতে বিদেশ গিয়েছেন কৌশানী। ইন্দোনেশিয়ার বালিতে কাটছে তাঁদের সময়। সেখান থেকেই মাঝে মধ্যে নানা ছবি পোস্ট করছেন জুটি। সব মিলিয়ে কৌশানীর কেরিয়ার থেকে ব্যক্তিজীবন, বেশ ভালই কাটছে, তা বলা বাহুল্য।
