‘গাইয়ে বাজিয়েদের সবার চরিত্রের ঝাঁপতাল রয়েছে’, কটা প্রেম? মুখ খুললেন কৌশিকী

Kaushiki: নায়ক-নায়িকা হোক কিংবা গায়ক-গায়িকা, তাঁদের কাজ নিয়ে যত আলোচনা হয় তার চেয়েও বেশি আলোচনা হয় তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে। কেউ নিজেদের ব্যক্তি জীবন নিয়ে আলোচনা করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন কেউ এড়িয়ে যান। সম্প্রতি এমনই এক অস্বস্তিকর প্রশ্নের মুখোমুখি গায়িকা কৌশিকী চক্রবর্তী দেশিকান।

'গাইয়ে বাজিয়েদের সবার চরিত্রের ঝাঁপতাল রয়েছে', কটা প্রেম? মুখ খুললেন কৌশিকী
Follow Us:
| Edited By: | Updated on: Aug 30, 2024 | 3:00 PM

নায়ক-নায়িকা হোক কিংবা গায়ক-গায়িকা, তাঁদের কাজ নিয়ে যত আলোচনা হয় তার চেয়েও বেশি আলোচনা হয় তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে। কেউ নিজেদের ব্যক্তি জীবন নিয়ে আলোচনা করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন কেউ এড়িয়ে যান। সম্প্রতি এমনই এক অস্বস্তিকর প্রশ্নের মুখোমুখি গায়িকা কৌশিকী চক্রবর্তী দেশিকান। কিছু দিন আগে বিখ্যাত তবলা বাদক পণ্ডিত তন্ময় বসু সঞ্চালিত একটি শোয়ে অতিথি হিসাবে এসেছিলেন গায়িকা।

সেখানেই তিনি কৌশিকীকে তাঁর প্রেম জীবন সম্পর্কে প্রশ্ন করে বসেন। সাধারণত, গায়ক এবং গায়িকাদের ব্যক্তি জীবন রঙিন বলেই ধরে নেন অনেকে। যদিও কৌশিকীকে আগে মনে হয় এমন প্রশ্ন করেননি কেউ। আর তা ছাড়া গায়িকা নিজের কাজের বাইরে খুব যে বেশি কথা বলতে পছন্দ করেন তেমনটাও নয়। তবে তন্ময়ের এই অনুষ্ঠানে সোজা প্রশ্নের স্পষ্ট জবাব দিলেন। পণ্ডিত প্রশ্ন করেছিলেন গায়িকা এখন তিনি কত বার প্রেম করেন এখন? যদিও একটু অপ্রস্তুত হয়ে পড়েন হাসিমুখে গায়িকা বলে ওঠেন,”সে সব তো ছোটবেলায় করেছি।” তবে কৌশিকীর এই উত্তরে থামেননি তন্ময়।

উল্টে তিনি বলেন,”একে গাইয়ে বাজিয়ে, সবার চরিত্রের ঝাঁপতাল রয়েছে। মিথ্যে বলিস না। যাঁর জীবনে গালিব সাহেব আসেন, সে প্রেম করে না সেটা হতে পারে না। আমি বিশ্বাস করতেই পারব না। ” এ কথা শুনে হেসে পাগল কৌশিকী। তিনি বললেন, “না আমি বিশ্বাস করি। প্রেম এক রকম ভাবে হয় না। আর সব সময় যে এক্স নামক ব্যক্তি বা ওয়াই নামক ব্যক্তির সঙ্গে প্রেম হবে এমনটা একেবারেই নয়। মিউজিকের মতোই আমার কাছে প্রেম হল এরকমই একটা মানসিক স্থিতি।” এর আগে প্রেম বা সম্পর্ক নিয়ে কখনও গায়িকাকে বেশি কিছু বলতে শোনা যায়নি। উল্লেখ্য, গান ছাড়া গায়িকার জীবনে আর কিছুর গুরুত্ব আছে বলে মনে হয় না। এখন ছেলেকেও নিয়েও স্টেজ পারফর্ম করেন কৌশিকী।