আচমকাই বাবাকে হারালেন নৃত্যশিল্পী সুধা চন্দ্রন
সুধা চন্দ্রন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বিগত বেশ কিছু দিন ধরেই ডিমেনশিয়ায় আক্রান্ত হয়েছিল তাঁর বাবা। চলছিল চিকিৎসাও।
প্রয়াত হলেন অভিনেতা কেডি চন্দ্রন। সম্পর্কে যিনি অভিনেত্রী এবং নৃত্যশিল্পী সুধাচন্দ্রনের বাবা। তাঁর বয়স হয়েছিল ৮৬। এ দিন সকালে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে প্রয়াত হন তিনি। হাসপাতাল সূত্রে খবর, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে তাঁর।
অন্যদিকে সুধা চন্দ্রন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বিগত বেশ কিছু দিন ধরেই ডিমেনশিয়ায় আক্রান্ত হয়েছিল তাঁর বাবা। চলছিল চিকিৎসাও। এই মাসেরই ১২ তারিখ তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। এ দিন এই দুর্ঘটনা। বাবার মৃত্যুতে ভেঙে পড়েছেন অভিনেত্রী। দিন সাতেক আগেও বাবার জন্মদিন শুভেচ্ছা জানিয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছিলেন সুধা। চিনি লিখেছিলেন, “শুভ জন্মদিন আপ্পা। জীবনের যাবতীয় মূল্যবোধ শিক্ষা দেওয়ার জন্য ধন্যবাদ। আমি আজ যা তা শুধু তোমার জন্যই।”
কেডি চন্দ্রন কাজ করেছেন একাধিক ছবিতে, এর মধ্যে রয়েছে মাধুরী দীক্ষিত অভিনীত, ‘বান্না চাহতি হু’, ‘জুনুন পুকার’, ‘চায়না গেট’, ‘হাম হ্যায় রহি প্যায়ার কে’ থেকে শুরু করে একগুচ্ছ ছবি।
আরও পড়ুন- বিচ্ছেদের পাঁচ বছর পর একসঙ্গে জনসমক্ষে তাহসান-মিথিলা, জুটল কুৎসিত আক্রমণ, মুখ খুললেন অভিনেত্রী
View this post on Instagram