এসআইআর-এর ভিডিয়োর পর ‘লক্ষ্মী এলো ঘরে’-তে খরাজ! কী বললেন অভিনেতা?
এসআইআর প্রচার ক্যাপসুলে শুন্ডির রাজার চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। তা নিয়ে কিছুদিন আগেই শুরু হয়েছিল জোর চর্চা। বাঘা হয়েছিলেন বিশ্বনাথ বসু আর গুপির চরিত্রে ছিলেন নীল (সুজন মুখোপাধ্যায়)। সমাজমাধ্যমে সেই ভিডিয়োর মাধ্যমে প্রচার করেছে নির্বাচন কমিশন।

এসআইআর প্রচার ক্যাপসুলে শুন্ডির রাজার চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। তা নিয়ে কিছুদিন আগেই শুরু হয়েছিল জোর চর্চা। বাঘা হয়েছিলেন বিশ্বনাথ বসু আর গুপির চরিত্রে ছিলেন নীল (সুজন মুখোপাধ্যায়)। সমাজমাধ্যমে সেই ভিডিয়োর মাধ্যমে প্রচার করেছে নির্বাচন কমিশন।
জল্পনা ছিল, এই অভিনয় করার জন্য কমিশন নাকি কড়া শর্ত দিয়েছে। এসআইআর শেষ না হওয়া পর্যন্ত কোনও রাজনৈতিক দলে যোগদান বা তাদের হয়ে কাজ করতে পারবেন না বিশ্বনাথ, খরাজ বা নীল, শর্ত নাকি সেরকম। তবে অভিনেতারা জানিয়ে দেন, এমন কোনও শর্ত দেওয়া হয়নি।
এবার পরিচালক রাজ চক্রবর্তী তৈরি করলেন ‘লক্ষ্মী এলো ঘরে’। লক্ষ্মীশ্রী, কন্যাশ্রীর মতো বিভিন্ন প্রকল্প এই ছবির প্রেক্ষাপট। সেখানে শুভশ্রী গঙ্গোপাধ্যায়, অঙ্কুশ হাজরার পাশাপাশি দেখা যাবে খরাজ মুখোপাধ্যায়কেও। যিনি এসআইআর-এর প্রচার ভিডিয়োতে থাকলেন, তিনিই আবার ‘লক্ষ্মী এলো ঘরে’-র অংশ। বিষয়টিকে কীভাবে দেখছেন খরাজ? TV9 বাংলার প্রশ্নের উত্তরে খরাজ বললেন, ”আমি একজন পেশাদার অভিনেতা। তাই ডাক পেয়ে কাজ করেছি। এক সময়ে চণ্ডীপাঠ নামে একটা স্পুফ করতাম। তার জন্য সিপিএম-এর বিপক্ষে অনেক কথা বলতে হতো। তাতে অনেকে ভেবেছিলেন, আমি তৃণমূল কংগ্রেসের পক্ষে! এদিকে তখন তো তৃণমূল কংগ্রেস শক্তিশালী হয়নি। আমার কোনও কাজ দেখে অনেকে আমি কোন পক্ষে, সে সম্পর্কে ধারণা তৈরি করে নিচ্ছেন অনেকে। কিন্তু আমি কি কিছু বলেছি? একজন অভিনেতা বলেই অভিনয় করেছি, আর কী!” খরাজের নির্বাচন কি সবুজ শিবিরের পাল্টা চাল? সেই চর্চা শুরু হয়ে গিয়েছে টলিপাড়ার অন্দরে।
