‘…লাল ফিরে আসছে, বুঝে রঙ খেলবেন ভাই…’, লাল আবিরে নিজেকে রাঙিয়ে পোস্ট খরাজের

খরাজের কমেন্ট বক্সে তাকাতেই চোখে পড়ে অভিনেত্রী মানসী সিনহার কমেন্ট। টলিপাড়ার বামঘনিষ্ঠ অভিনেতাদের মধ্যে মানসীর নাম আসে প্রথমেই। এ বারের নির্বাচনী প্রচারেও যাকে পা মেলাতে দেখা গিয়েছে বাম প্রার্থী এবং কর্মী-সমর্থকদের সঙ্গে। খরাজের পোস্টে মানসী লেখেন, “জানতাম বন্ধু চিনতে ভুল করিনি।" নেটিজেনদের প্রশ্ন, তবে কি আকার-ইঙ্গিতে বামেদের উপরেই আস্থার কথা জানিয়ে দিলেন খরাজ?

‘...লাল ফিরে আসছে, বুঝে রঙ খেলবেন ভাই...’, লাল আবিরে নিজেকে রাঙিয়ে পোস্ট খরাজের
খরাজ মুখোপাধ্যায়।
Follow Us:
| Updated on: Mar 30, 2021 | 8:14 PM

দোল পার হয়ে গিয়েছে। পার হয়ে গিয়েছে হোলিও। রঙের উৎসবের ঠিক দু’দিন পরেই সোশ্যাল মিডিয়ায় ‘রঙের পোস্ট’ করলেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। যে পোস্ট দেখে নেটিজেনদের একাংশের প্রশ্ন, ‘খরাজের ওই পোস্ট কি ইঙ্গিতবাহী?’

মঙ্গলবার নিজেকে লাল আবিরে রাঙিয়ে খরাজ লেখেন, “একটু একটু করে লাল ফিরে আসছে। বুঝে রঙ খেলবেন ভাই।” সঙ্গে হাসির ইমোজি। খরাজের পোস্টে উল্লিখিত ‘লাল’ রঙ কি আদপে আবিরের? নাকি তা ইঙ্গিত করছে আসন্ন নির্বাচনকেই? যদি তাই হয়, ‘বুঝে রঙ খেলবেন ভাই’– খরাজের এই ‘সাবধানবাণী’ কি ইঙ্গিত করছে নির্বাচনের ঠিক আগে টলিপাড়ার ‘দলবদলের রাজনীতি’কেই?

খরাজের কমেন্ট বক্সে তাকাতেই চোখে পড়ে অভিনেত্রী মানসী সিনহার কমেন্ট। টলিপাড়ার বামঘনিষ্ঠ অভিনেতাদের মধ্যে মানসীর নাম আসে প্রথমেই। এ বারের নির্বাচনী প্রচারেও যাকে পা মেলাতে দেখা গিয়েছে বাম প্রার্থী এবং কর্মী-সমর্থকদের সঙ্গে। খরাজের পোস্টে মানসী লেখেন, “জানতাম বন্ধু চিনতে ভুল করিনি।” নেটিজেনদের প্রশ্ন, তবে কি আকার-ইঙ্গিতে বামেদের উপরেই আস্থার কথা জানিয়ে দিলেন খরাজ?


প্রসঙ্গত, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রতি ভালবাসার কথা জানিয়ে সোমবারই একটি পোস্ট করেছিলেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা জিতু কামাল। নিজের প্রোফাইল থেকে একটি পোস্ট করে জিতু লিখেছিলেন, ““আপনাকে ভালোবাসি স্যার.. আপনি বাম রাজনীতি করেন শুধু তাই জন্যে নয়.. আপনি সততার, সত্যের, নিষ্ঠার আরেক নাম..আপনি “বুদ্ধদেব ভট্টাচার্য”। তিনি আরও লেখেন, ““এই পোস্টের জন্যেও, আমার কাজের ক্ষতি হবে, সংসার চালাতে ব্যাঘাত ঘটানো হবে, প্রচুর কমপ্লেইন পড়বে, তবুও আমি রাজনীতির উর্দ্ধে গিয়ে সত্যের কথা বলবোই, বাকি দুবেলা পেট নাহয় ঈশ্বরই চালিয়ে দেবেন, যদি সত্যের পথে থাকতে পারি।” এ বারের বিধানসভা নির্বাচনে টলিউড যখন ভাগ হয়ে গিয়েছে, বিভিন্ন দল থেকে টিকিট দেওয়া হয়েছে টলিপাড়ার তারকাদের তখন জিতু কামাল এবং খরাজ মুখোপাধ্যায়ের পোস্ট কি যোগ করবে অন্য মাত্রা? তা বলবে সময়।