AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কেন নিজের সিনেমা দেখতে চান না কোয়েল?

মল্লিক বাড়ির দুর্গাপুজোয় তো দেবী দর্শনের সঙ্গে সঙ্গে কোয়েল দর্শনের জন্যও ভিড় জমে। কিন্তু টলিউডের সুপারহিট নায়িকা এতটাই মাটির মানুষ যে, নিজের ছবি একবার মুক্তি পেলে, দ্বিতীয়বার দেখাটা তাঁর মোটেই পছন্দ নয়। আর তার নেপথ্যে রয়েছে একটা কারণও।

কেন নিজের সিনেমা দেখতে চান না কোয়েল?
| Updated on: Oct 25, 2025 | 6:10 PM
Share

অনুরাগীরা তাঁকে টলিকুইন বলেই সম্বোধন করেন। আর তা শুনলেই ভীষণ লজ্জা পান। সদা হাসিমুখে থাকা টলিউড নায়িকা কোয়েল মল্লিক ঠিক এমনই। ফিল্মি পার্টিতে এসে ছোট থেকে বড় সবার সঙ্গে মিশে যান এক মিনিটে। অনুরাগীদের সঙ্গে দেখা গেল, ভক্তদের নানা আবদার মেটাতে একেবারে বিরক্ত হন না তিনি। মল্লিক বাড়ির দুর্গাপুজোয় তো দেবী দর্শনের সঙ্গে সঙ্গে কোয়েল দর্শনের জন্যও ভিড় জমে। কিন্তু টলিউডের সুপারহিট নায়িকা এতটাই মাটির মানুষ যে, নিজের ছবি একবার মুক্তি পেলে, দ্বিতীয়বার দেখাটা তাঁর মোটেই পছন্দ নয়। আর তার নেপথ্যে রয়েছে একটা কারণও। জানেন কী?

সম্প্রতি মুক্তি পেয়েছে কোয়েল মল্লিক ও কৌশিক সেন অভিনীত ছবি ‘স্বার্থপর’। ইতিমধ্যেই এই ছবি প্রশংসা পাচ্ছে নানা মহলে। সিনেপ্রেমীদের সঙ্গে সঙ্গে এই ছবি নিয়ে প্রশংসায় বুঁদ ইন্ডাস্ট্রির লোকজনও। রাজ চক্রবর্তী থেকে কৌশিক গঙ্গোপাধ্য়ায়, দেব, জিৎ, নুসরত প্রায় সবাই স্বার্থপর ছবির প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন কোয়েলকে। সোশাল মিডিয়ায় সবাইকে ধন্যবাদ জানিয়েছেন আপ্লুত কোয়েল মল্লিকও।

বেশ কয়েকমাস আগে এক পডকাস্টে এসে নিজের অভিনীত সিনেমা নিয়ে কথা বলেছিলেন কোয়েল। আর সেখানেই বলেছিলেন, কেন তিনি নিজের অভিনীত ছবি দেখতে চান না।

কোয়েল বলেছিলেন, ”নিজের ছবি বেশিবার দেখতে পারি না। দেখলেই আমার কেমন একটা মনে হয়। অনেকেই আছেন, যাঁরা নিজের অভিনীত ছবি বার বার দেখতে পছন্দ করেন। টেলিভিশনে দেখালেই দেখতে পছন্দ করেন। কিন্তু আমি বেশিবার দেখি না। যদি খুব প্রয়োজন না হয়। ”

এই পডকাস্টে কোয়েল আরও বলেন, ”আসলে নিজের ছবি বার বার দেখলে আমার মধ্য়ে আত্মসমালোচনা চলতে থাকে। অনেক কিছু দেখতে ও বুঝতে শুরু করি। তাই এসব থেকে দূরেই থাকি।”

তথ্যসূত্র- শর্মিলা শো-হাউজ