বেলা বাড়তেই ঘুরছে খেলা! হুগলিতে রচনা নাকি লকেট এগিয়ে?
Rachna Banerjee: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই এ বছর রাজনীতিতে পদার্পণ করেছিলেন রচনা। ভোট প্রচারে তাঁর নানা কথা মিম হিসেবে ছড়িয়ে পড়েছিল সামাজিক মাধ্যমে।
খেলা ঘুরছে বাংলায়। দুপুর গড়াতেই এ রাজ্যে ট্রেন্ড মোটামুটি স্পষ্ট। ২০২৪ লোকসভা নির্বাচনে এ রাজ্যে অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র হুগলি। সেই হুগলিতে সকাল থেকেই বাংলার ‘দিদি নম্বর ওয়ান’ রচনা বন্দ্যোপাধ্যায় ও বিদায়ী সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের মধ্যে চলছিল কাঁটে কি টক্কর। কখনও লকেট আবার কখনও বা রচনা– মাত্র কয়েক হাজারের ব্যবধানে চলছিল লড়াই। বেলা দুটোর পর কী অবস্থা ওখানে? এখনও পর্যন্ত যা আপডেট তাতে স্পষ্টতই বলা যায়, মমতার রচনাকে নিয়ে আসার মাস্টারস্ট্রোক সফল।
রাজনীতির ময়দানে একবারে আনকোরা এই রচনা কিন্তু এই মুহূর্তে এগিয়ে রয়েছেন। এযাবৎ তিনি পেয়েছেন ৩ লক্ষ ৬ হাজার ২১১টি ভোট। ওদিকে লকেট পেয়েছেন ২ লক্ষ ৭১ হাজার ৬১০টি ভোট। দু’জনের ব্যবধান এখনও পর্যন্ত ৩৪ হাজার ৬০১ টি। যদিও গণনা চলছে এখনও। হুগলিবাসীর ভাগ্য কোন খাতে বইতে চলেছে তা জানার জন্য বাকি আর কয়েক ঘণ্টা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই এ বছর রাজনীতিতে পদার্পণ করেছিলেন রচনা। ভোট প্রচারে তাঁর নানা কথা মিম হিসেবে ছড়িয়ে পড়েছিল সামাজিক মাধ্যমে। তবে রাজনীতি বিশ্লেষকদের একাংশ মনে করছেন, মিমি হলেও তা আদপে রচনার পক্ষেই গিয়েছে। ‘কিচেন পলিটিক্স’-এর গ্রহণযোগ্যতাই রচনার জনপ্রিয়তার মাপকাঠি হয়েছে বলে মনে করছেন তাঁরা। ওদিকে নিজের জয় নিশ্চিত না হওয়া পর্যন্ত রচনা মুখে কুলুপ এঁটেছেন। তাঁর সামাজিক মাধ্যমেও রাজনীতির ওঠাপড়া নয় বরং দেখা যাচ্ছে শাড়ির বিজ্ঞাপন।