AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মধুবনীকে ‘ডাকিনী’ বলে কটাক্ষ, নেটিজেনদের এবার একহাত নিলেন নায়িকা

স্পষ্ট ভাষায় তিনি বলেন, “চুলের রঙ বদলাবো না। এটা আমার পছন্দ। আমি কখনও লোকের কথায় নিজের সিদ্ধান্ত বদলাইনি। এবারও বদলাবো না।” তিনি স্পষ্ট করে দেন, অনেকেই তাঁর মতো ছকভাঙা লুক ধরে রাখতে পছন্দ করেন।

মধুবনীকে 'ডাকিনী' বলে কটাক্ষ, নেটিজেনদের এবার একহাত নিলেন নায়িকা
| Edited By: | Updated on: May 22, 2025 | 2:37 PM
Share

দীর্ঘদিন ধরে অভিনয় জগৎ থেকে দূরে থাকলেও অভিনেত্রী মধুবনী গোস্বামী সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। বর্তমানে তিনি নিজের পার্লার খুলেছেন তিনি। নিত্যদিন ভ্লগও পোস্ট করে থাকেন নায়িকা। সংসার এবং সন্তান সামলানোর পাশাপাশি নিয়মিত অনুরাগীদের সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগও রেখে থাকেন তিনি। শেয়ার করেন সব কিছুই। তবে এবার নিজের পার্লার থেকে চুলের রঙ পাল্টে যেন অপরাধ করে ফেলেছেন তিনি। তাঁর চুলের রঙ ও লুক নিয়ে নেটিজেনের কটাক্ষের মুখে পড়েছেন তিনি। কেউ কেউ তাঁকে ‘ডাকিনী’ বলেও আক্রমণ করছেন। সেই অপমানের কড়া জবাব দিলেন এবার মধুবনী।

নিজের পেজ থেকে একটি ভিডিয়ো করে মধুবনী বলেন, “তোমরা জানো ডাকিনী কে? মা কালীর সহচরী, হিন্দু ও বৌদ্ধ ধর্মে ডাকিনী অত্যন্ত শক্তিশালী এবং সম্মানজনক এক চরিত্র। আমায় ছোট করতে গিয়ে তোমরা আদতে আমার প্রশংসা করে ফেলছ। গুগল করো, তারপর মন্তব্য করো। না জেনে কিছু বলো না।” তিনি স্পষট করে বুঝিয়ে দেন, বারেবারে কুমন্তব্য করার ফলে যদি কেউ মনে করে থাকেন যে তিনি চুলের রঙ পাল্টে ফেলবেন, তাহলে সকলে ভুল করছে। কারণ তিনি কখনও নিজের মতের বিরুদ্ধে কোনও কাজ করেননি।

স্পষ্ট ভাষায় তিনি বলেন, “চুলের রঙ বদলাবো না। এটা আমার পছন্দ। আমি কখনও লোকের কথায় নিজের সিদ্ধান্ত বদলাইনি। এবারও বদলাবো না।” তিনি স্পষ্ট করে দেন, অনেকেই তাঁর মতো ছকভাঙা লুক ধরে রাখতে পছন্দ করেন। কিন্তু তাঁদেরও এমনভাবেই হয়তো কটাক্ষের শিকার হতে হয়। তাঁকে দেখে তাঁর পার্লার থেকে অনেকেই এই রঙ চুলে করিয়েছেন। ফলে তিনি কোনও মতেই তা পাল্টাবেন না।