‘হ্যাঁ,প্রেমে পড়েছি’, মহাষ্টমীতে অকপট স্বীকারোক্তি মধুমিতার
Madhumita Sarcar: তাঁর ডিভোর্স হয়েছে অনেক দিন হল। তার পর এত দিন একা একাই নিজের মতো করে জীবন কাটাচ্ছিলেন। তবে তিনি বরাবরই বলে এসেছিলেন যে জীবনে যখনই কেউ আসবে নিশ্চয়ই সবাইকে জানাবেন। যেমনটা বলেছিলেন তেমনটাই করলেন। কথা হচ্ছে অভিনেত্রী মধুমিতা সরকারের।
তাঁর ডিভোর্স হয়েছে অনেক দিন হল। তার পর এত দিন একা একাই নিজের মতো করে জীবন কাটাচ্ছিলেন। তবে তিনি বরাবরই বলে এসেছিলেন যে জীবনে যখনই কেউ আসবে নিশ্চয়ই সবাইকে জানাবেন। যেমনটা বলেছিলেন তেমনটাই করলেন। কথা হচ্ছে অভিনেত্রী মধুমিতা সরকারের। সপ্তমীর রাতে ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করেছিলেন নায়িকা।
যে ছবিতে দেখা যাচ্ছে চারিদিক আলো-আঁধারি। হাতে হাত ধরে বসে আছেন দুজনে। মধুমিতা পোস্ট করে লিখেছেন,”নতুন গল্পের শুরু।” ব্যস সেই স্টোরি দেখেই আলোচনার শুরু। টলিপাড়ার অন্দরে ফিসফাস। তবে কি নতুন কারও আগমন ঘটল? হ্যাঁ, একদম ঠিক ধরেছেন। শরতে নায়িকার জীবনে নতুন বসন্ত। জীবনে যে প্রেম এসেছে সে কথা TV9 বাংলার কাছে স্বীকার করে নিলেন নায়িকা স্বয়ং। মহাষ্টমীর অঞ্জলী দিয়ে তখন তিনি বিশ্রাম নিচ্ছেন। ঘুম ঘুম স্বরে ধন্যবাদ জানাতে ভুললেন না নায়িকা।
মধুমিতা নিজের প্রেম সম্পর্কে বললেন, “হ্যাঁ, এটা ঠিক আমি প্রেমে পড়েছি। জীবনে নতুন মানুষ এসেছেন। তবে পুজোর মধ্যে প্রেমের কাহিনি বলতে চাই না। তবে হ্যাঁ, আমরা ভাল আছি।” মধুমিতার প্রেমিক এই ইন্ডাস্ট্রির নয়। সম্পূর্ণ অন্য পেশার মানুষ। মধুমিতার প্রেমিকের নাম দেবমাল্য চক্রবর্তী। এর থেকে বেশি কিছু জানা যায়নি তাঁর সম্পর্কে। তবে তাঁরা যে ভাল আছেন সে কথা নায়িকার ইনস্টা স্টোরিই বলছে। অভিনেতা সৌরভ চক্রবর্তীর সঙ্গে সম্পর্ক ভাঙার পর অনেক সময়ই নানা জনের সঙ্গে নায়িকার নাম জড়িয়েছিল। তবে এই সব গুজবে কোনও দিনই কোনও উত্তর দেননি অভিনেত্রী। তাঁদের ছবি দেখে সকলের একটাই প্রশ্ন যে তাঁরা বিয়ে কবে করছেন? সেই উত্তর অবশ্য ক্রমশ প্রকাশ্য।