‘আমি তো ভেবেছি ভুল করে পর্ন সাইটে ঢুকে গিয়েছি।’—নারী দিবসে কেন এমন মন্তব্য মধুমিতার?

সম্প্রতি সিকিম থেকে ফিরলেন মধুমিতা সরকার। পারিবারিক বন্ধুদের সঙ্গেই পাহাড় ট্রিপ সারলেন মধুমিতা। অন্যদিকে পরমব্রতর অভিনীত নতুন ওয়েব সিরিজ ‘ট্যাংরা ব্লুজ’-এও দেখা যাবে মধুমিতাকে। চলছে ওয়েব সিরিজের পোস্ট প্রোডাকশনের কাজ।

‘আমি তো ভেবেছি ভুল করে পর্ন সাইটে ঢুকে গিয়েছি।’—নারী দিবসে কেন এমন মন্তব্য মধুমিতার?
মধুমিতা।
Follow Us:
| Edited By: | Updated on: Mar 21, 2021 | 5:21 PM

মধুমিতা সরকার। টলিউডের বেশ জনপ্রিয় এক নাম। সোশ্যাল মিডিয়ায় ফ্যান বেস আকাশচুম্বী। তাঁর এক একটি পোস্টে অসংখ্য লাইকস। অগুন্তি কমেন্টস। মধুমিতার পোস্টের কমেন্ট সেকশনে ভরে যায় প্রশংসা, কুর্নিশ এবং শুভেচ্ছা। মাঝে মাঝে মন খারাপে এত মানুষের ‘ভাল ভাল’ কথায় মন ভালও হয়ে যায় অভিনেত্রীর। তবে সব সময় যে মন খারাপে মন ‘ভাল’ হয়ে যায় ঠিক তেমন উল্টোটাও হয় অভিনেত্রীর। ভীষণ ফুরফুরে মন নিয়ে পোস্টের কমেন্টবক্স স্ক্রোল করতে চোখে পড়ে অজস্র এমন সব কমেন্ট তির্যক, কটাক্ষ এবং কুরুচিকর মন্তব্য।

 

আরও পড়ুন সাত মাসের নীরবতা ভেঙে ইনস্টাগ্রামে পোস্ট রিয়ার, স্বাগত জানালেন সেলেব থেকে সাধারণ

 

আজ মেয়েদের ‘আন্তর্জাতিক’ দিনে মধুমিতা একটি ভিডিয়ো পোস্ট করেন। ভিডিয়োয় মধুমিতা বাছাই করা কিছু নোংরা মোংরা মন্তব্য একের পর এক পড়তে থাকেন। সেখানে কেউ লিখেছেন, ‘অভিনয়ে টিকতে না পেরে অশ্লীলতার পথ বেছে নিলেন মধুমিতা’, কেউ লিখলেন, ‘তোমাদের স্কুলে খোলা চুলে যেতে দেয়, আমাদের তো পিছনে মারত’, আবার কেউ লিখেছেন, ‘আমি তো ভেবেছি ভুল করে নটি আমেরিকায় (পর্ন সাইট) ঢুকে গিয়েছি।’

যারা-যারা তাঁকে এসব কমেন্ট করেছেন, তাঁদের নাম অবশ্য প্রকাশ করেননি অভিনেত্রী। তবে তাঁদের এক হাত নিয়ে বেশ কটাক্ষ করে ভিডিয়োতে মধুমিতা বলেন, “সারা বছর এমন সুন্দর সুন্দর কমেন্টের বন্যায় ভরিয়ে দিয়ে, এই একটা দিন নারী দিবসের শুভেচ্ছা না জানালেই নয়?”

মধুমিতা আরও বলেন, ছেলেরা খালি গায়ে বা স্যান্ডো গেঞ্জি পরে ছবি দিলে কোনও অসুবিধে হয় না কিন্তু মেয়েরা কাজের জন্য শাড়ি বা চুড়িদার ছাড়া মিনি স্কার্ট বা হাফ প্যান্ট পরে ছবি পোস্ট করলেই তাঁরা নটি আমেরিকার আর্টিস্ট!

 

 

মধুমিতা তাঁর ভিডিয়োতে যে বার্তা দিয়েছেন তা যে সোশ্যাল মিডিয়ায় কতটা প্রাসঙ্গিক এবং সত্য, তা বলার আর অপেক্ষা রাখে না। সোশ্যাল মিডিয়ার ভাষায় একে বলে ট্রোলিং। কিছুদিন আগে ট্রোলিংয়ের মুখে পড়েছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা ইমন চক্রবর্তীও। নিজেরফেসবুক পেজে এক অনুষ্ঠানের ছবি পোস্ট করার পর ইমনের উদ্দেশে নেটিজ়েনদের একাংশের এটাই প্রশ্ন: কেন কোনও এয়ো-চিহ্ন গায়ে রাখেননি গায়িকা? ‘নতুন বউ’ এমন ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই নেটিজ়েনদের একাংশ বেজায় চটেছেন। তাঁদের নীতি-পুলিশিংয়ে ভেসে গেছে কমেন্ট-বক্স। সবারই একটাই অভিযোগ: বিয়ের পরপরই শাঁখা-পলাটা খুলে ফেলে ঠিক করেননি ইমন। তবে ইমন সে সবে একেবারে গা করেননি। ইমন বলেছিলেন “আমি ঠিক করব কী পরব না পরব।” মধুমিতাও অনেকটা তাই বললেন ভিডিয়োতে, বললেন “…আমার কিন্তু তাতে কিচ্ছু যায় আসে না”

সম্প্রতি সিকিম থেকে ফিরলেন মধুমিতা সরকার। পারিবারিক বন্ধুদের সঙ্গেই পাহাড় ট্রিপ সারলেন মধুমিতা। অন্যদিকে পরমব্রতর অভিনীত নতুন ওয়েব সিরিজ ‘ট্যাংরা ব্লুজ’-এও দেখা যাবে মধুমিতাকে। চলছে ওয়েব সিরিজের পোস্ট প্রোডাকশনের কাজ।