হ্যারি পটারের লুকে মাধুরী! হঠাৎ এই পরিবর্তন কেন?
৩০ বছরের কেরিয়ারে সফল ছবির সংখ্যা প্রচুর। এত অভিজ্ঞতা সঞ্চয়ের পর এখন ধীরে ব্যাট করতে চান অভিনেত্রী।
কালো গোল ফ্রেমের চশমা। সবুজ কামিজ এবং খোলা চুলে ক্যামেরায় লুক দিয়েছেন তিনি। হালকা কুঁচকে রয়েছে ভুরু। তিনি অর্থাৎ বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত (Madhuri Dixit)। সোশ্যাল মিডিয়ায় ছবি ছড়িয়ে পড়তেই সকলে বলছেন, ঠিক যেন হ্যারি পটারের লুক!
নিজের দু’টি ছবি শেয়ার করেছেন মাধুরী। স্পষ্ট উল্লেখ করেছেন, হ্যারি পটারের সিনেমাই দেখছিলেন তিনি। তার আফটার এফেক্ট হিসেবে চোখে উঠেছে এই চশমা। ছবির হ্যাংওভার থেকে তিনি বেরতে পারেননি। সে কারণেই এই লুক। হ্যারি ভক্তদের দলে পিছিয়ে নেই তিনিও।
আরও পড়ুন, চিড়িয়াখানায় সৃজিত- আয়রার ‘ডে-আউট’, শেয়ার করলেন ছবি
দিন কয়েক আগেই ‘আজা নাচ লে’-র ১৩ বছর পূর্তি সেলিব্রেট করলেন মাধুরী। ৩০ বছরের কেরিয়ারে সফল ছবির সংখ্যা প্রচুর। এত অভিজ্ঞতা সঞ্চয়ের পর এখন ধীরে ব্যাট করতে চান অভিনেত্রী। বিভিন্ন সাক্ষাৎকারে নিজেই জানিয়েছেন, অনেক বেছে এখন ছবির কাজ শুরু করেন। চিত্রনাট্য এবং নিজের চরিত্র পছন্দ হওয়াটা তাঁর গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, পরিচালক কে, সেটাও তিনি দেখে নেন। কারণ মাধুরী মনে করেন, পরিচালকের সঙ্গে কমফর্ট জোন তৈরি না হলে, তিনি কী চাইছেন, তা অভিনেতার পক্ষে বোঝা সম্ভব নয়। আর সেই চাহিদা বোঝা না গেলে, পারফরম্যান্স কখনও ভাল হতে পারে না।
View this post on Instagram
করণ জোহর পরিচালিত কলঙ্ক-এ মাধুরীর মুক্তিপ্রাপ্ত শেষ ছবি। সঞ্জয় জত্ত, আলিয়া ভাট, আদিত্য রায় কপূর, বরুণ ধাওয়ানের মতো শিল্পীরা সেই ছবিতে অভিনয় করেছিলেন। আপাতত পরিবার নিয়ে ব্যস্ত মাধুরী। তবে চিত্রনাট্য পছন্দ হলে ফের তাঁকে অনস্ক্রিনে দেখা যাবে, সে আশ্বাসও দিয়েছেন।
আরও পড়ুন, “আমি অখণ্ড ভারতের কথা বলি, আর আমার বিরুদ্ধেই জাতিকে বিভক্ত করার অভিযোগ!”