বয়স লুকোচ্ছেন মালাইকা! ৫২তে পা দিয়ে ৫০ লেখা কেক কাটতেই নিন্দার ঝড়
বলিউডের মুন্নিকে যে কেক কাটতে দেখা গেল, সেখানে লেখা ৫০! ব্য়স, এই ছবি এখন নেট দুনিয়ায় ভাইরাল। আর মালাইকাকে নিয়ে নিন্দার ঝড়। নেটিজেনদের একাংশ মনে করছেন, মালাইকা বয়স লুকোচ্ছেন। ৫২ তে পা দিয়েও নিজেকে ৫০ বলে চালাচ্ছেন মালাইকা।

উইকিপিডিয়া বলছে, মালাইকা অরোরার জন্মের সাল ১৯৭৩। হিসেব করলে দাঁড়ায়, মালাইকা এবছর পা দিলেন ৫২ তে। কিন্তু মালাইকার বার্থডে পার্টির ছবি বলছে অন্য কথা। বলিউডের মুন্নিকে যে কেক কাটতে দেখা গেল, সেখানে লেখা ৫০! ব্য়স, এই ছবি এখন নেট দুনিয়ায় ভাইরাল। আর মালাইকাকে নিয়ে নিন্দার ঝড়। নেটিজেনদের একাংশ মনে করছেন, মালাইকা বয়স লুকোচ্ছেন। ৫২ তে পা দিয়েও নিজেকে ৫০ বলে চালাচ্ছেন মালাইকা।
সোশাল মিডিয়ায় অলটাইম সুপারহিট মালাইকা। যাই করেন, রাতারাতি ভাইরাল হয়ে যায়। তবে ভাইরাল হওয়ার পাশাপাশি নানা কটাক্ষও শুনতে হয় তাঁকে। জন্মদিনের পার্টিতেও তেমনটিই ঘটল।
মালাইকার জন্মদিনের যে ছবিটি ভাইরাল হয়েছে, সেখানে দেখা গিয়েছে, ৫০ লেখা কেক কেটে বার্থডে সেলিব্রেট করছেন তিনি। আর সেখান থেকেই বিতর্কের শুরু। অনেকেই বলছেন, ইচ্ছা করেই বয়স লুকোচ্ছেন মালাইকা। অনেকে তো অর্জুন কাপুরের নাম নিয়েও কটাক্ষ করেছেন অনেকে।
অন্যদিকে, সেই ছবি পোস্ট করেই মালাইকাকে বার্থডে উইশ করেছেন মালাইকার বোন অমৃতা অরোরা। অমৃতা বলেন, সবাই তোমার বয়স নিয়ে নানা কথা বলে। এই ছবিই প্রমাণ তোমার কত বয়স!
৫২-তে পা দিলেন মালাইকা অরোরা। কিন্তু তাঁকে দেখে বোঝার উপায় নেই। এখনও তিনি বলিউডের সেই হট আইটেম গার্ল, যে কিনা চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে যে কাউকে। সেই সুন্দরী প্রাক্তণকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন অর্জুন কাপুর।
অর্জুন লিখলেন, ”শুভ জন্মদিন। সব সময় এমনই থেকো। তোমার কেরিয়ার গ্রাফ উর্ধ্বে থাকুক। এরকমই হাসতে থেকো। আর হ্যাঁ, খোঁজ চালিয়ে যাও…! ” অর্জুনের এই উক্তির মধ্যে দিয়েই নিন্দুকরা ইঙ্গিত পাচ্ছেন, হয়তো অর্জুন ভালবাসার মানুষের খোঁজের কথাই বলছেন। তবে এই নিয়ে মালাইকা কিন্তু কোনও মন্তব্য করেননি। বরং এড়িয়েই গিয়েছেন।
