‘মিনি-মিনি বাস-বাস’ নয়, ’গড়িয়াহাটার মোড়’-এ পথশিশুর শুভ জন্মদিনে অতিথি অভিনেত্রী মানালি
হঠাৎ মাঝরাতে গাড়ি থামিয়ে নেমে পড়লেন মানালি, সঙ্গে স্বামী অভিমন্যুও। তারপর...
এ শহরে আজও কত-কত শিশুর ঘুম ভাঙে ফুটপাথে। মাথর উপর না আছে ছাদ, না আছে শীতের সঙ্গে লড়াইয়ের অস্ত্র: কাপড়। কিন্তু তার পরও তারা বাঁচে আনন্দে। তাদের নির্মল হাসিতে মন ভাল হয়ে যায়। তেমনই কিছু শিশুর সঙ্গে দেখা করলেন অভিনেত্রী মানালি দে। দেখা করলেন বললে ভুল হবে, তাদের একজনের জন্মদিন সেলিব্রেট করলেন অভিনেত্রী।
সোমবার রাতের কথা। বাড়ি ফিরছিলেন মানালি দে ও তাঁর স্বামী অভিমন্যু মুখোপাধ্যায়। হঠাৎ দেখলেন, গড়িয়াহাট ফ্লাইওভারের নীচটা সেজে উঠেছে হলুদ-বেগুনি রঙের বেলুনে। একদল শিশু, তাদের কেউ কেউ টিপ পরছে, কেউ চুড়ি, আবার কেউ ভীষণ মন দিয়েছে লিপস্টিকে। ’গড়িয়াহাটার মোড়’-এ তখন কোনও ‘মিনি-মিনি বাস-বাস’ নেই। গাড়ি থামিয়ে নেমে পড়লেন মানালি, সঙ্গে স্বামী অভিমন্যুও। তারপর ঠিক কী হল?
জানতে শুক্রবার ফোনে TV9 বাংলার তরফে ধরা হল মানালিকে। তাঁর কথায়, “গাড়ি থেকে নেমে জানতে পারলাম ওখানে যে বাচ্চারা থাকে, তাদের একজনের জন্মদিন। তা-ই একেবারে পার্টি মুডে রয়েছে জনা সাতেক বাচ্চা। রাত হয়ে গিয়েছিল। তাই-ই কিছু কিনে দিতে পারিনি। যতটুকু পেরেছি ওকে দিয়েছি। বাকি যারা ছিল, তারা বলছিল ‘দিদি, আমাকে কিছু দিলে না’? কিন্তু আমি একেবারেই নিরূপায় ছিলাম। খারাপ লাগছিল ভীষণ।” এখানেই থামলেন না অভিনেত্রী। বললেন, “আমরা নিজেদের জন্মদিন ভীষণ আড়ম্বরে কাটাতে পছন্দ করি। কিন্তু ওইটুকু একটা জায়গায় অতগুলো ছোট্ট বাচ্চা যেভাবে আনন্দ করছে, তা দেখে নিজেদের জন্মদিনের রং-ঝলমলে আলোগুলো ভীষণ ক্ষীণ হয়ে যায়।”
সোশ্যাল মিডিয়ায় ‘বার্থ ডে বয়’-এর সঙ্গে ছবি তুলে তা পোস্টও করেছেন অভিনেত্রী। ক্যাপশনে লেখেন, ‘ভালো থাকতে জানতে হয়, তা সে রাজপথে হোক বা ফুটপাথে।’
সত্যিই ‘না পাওয়ার দল’-এর সব পেয়ে গেলে যে আনন্দ চোখেমুখে দেখা যায়, অবিকল সেই আনন্দই ধরা পড়েছে পোস্ট করা ওই শিশুর মুখে। হলুদ-সাদা পাঞ্জাবিতে সে যেন ফুটপাথের রাজপুত্তুর!