AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রেকর্ড আয় পূজার, ভারতের সবচেয়ে দামি ম্যানেজার! কত টাকা দেন শাহরুখ?

২০১২ সাল থেকে শাহরুখের পেশাদার জীবনের সমস্ত দিক তদারকি করে আসছেন পূজা। শুধু একজন ম্যানেজার নন, এই মুহূর্তে তিনি ‘কিং খানের’ ছায়াসঙ্গী, বিশ্বাসভাজন এবং পারিবারিক পরামর্শদাতা হিসেবেও কাজ করেন তিনি। এক কথায় বলতে গেলে এখন পূজা শাহরুখের পরিবারের এক অংশ।

রেকর্ড আয় পূজার, ভারতের সবচেয়ে দামি ম্যানেজার! কত টাকা দেন শাহরুখ?
| Edited By: | Updated on: Oct 04, 2025 | 12:01 PM
Share

বলিউডের বাদশা শাহরুখ খানকে ঘিরে থাকে আড়ম্বর, সাফল্য ও স্টারডম। তবে এই সুপারস্টারের পিছনে যিনি নীরবে, নিঃশব্দে কাজ করে চলেছেন, তিনি হলেন বাদশার দীর্ঘদিনের ম্যানেজার পূজা দাদলানি। সদ্য বিশ্বে রেকর্ড গড়েছেন শাহরুখ খান। বিশ্বের ধনীতম অভিনেতা হিসেবে নিজের জায়গা পাকা করেছেন কিং খান। এবার রেকর্ড গড়লেন পূজা! তাঁর আয় নেহাতই কম নয়। যা রীতিমতো চমকে দেবে আপনাকে।

২০১২ সাল থেকে শাহরুখের পেশাদার জীবনের সমস্ত দিক তদারকি করে আসছেন পূজা। শুধু একজন ম্যানেজার নন, এই মুহূর্তে তিনি ‘কিং খানের’ ছায়াসঙ্গী, বিশ্বাসভাজন এবং পারিবারিক পরামর্শদাতা হিসেবেও কাজ করেন তিনি। এক কথায় বলতে গেলে এখন পূজা শাহরুখের পরিবারের এক অংশ।

শাহরুখের সিনেমা, বিজ্ঞাপন, ব্যবসা— এমনকি তাঁর প্রযোজনা সংস্থা রেড চিলিস এন্টারটেইনমেন্ট এবং আইপিএল টিম (Kolkata Knight Riders)-এর বড় সিদ্ধান্তেও পূজার সক্রিয় ভূমিকা রয়েছে। তিনি বলিউডের অন্যতম প্রভাবশালী ম্যানেজার, যার ওপর নির্ভর করে শাহরুখের সমস্ত কর্পোরেট এবং মিডিয়া স্ট্র্যাটেজি সাজিয়ে থাকেন।

সূত্র অনুসারে খবর, পূজা দাদলানির বার্ষিক আয় এখন ৯ কোটি টাকারও বেশি, যা তাঁকে দেশের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত সেলিব্রিটি ম্যানেজারের স্থান দেয়। ‘SRK ফ্যান ক্লাব’-এর তরফে দাবি করা হয়েছে, ২০২৫ সালে তাঁর বার্ষিক পারিশ্রমিক ১০ কোটির গণ্ডি ছাড়াতে পারে।

জার্নালিজম মাসকমিউনিকেশন বিভাগে স্নাতক পূজা বর্তমানে বলিউডের এক অবিচ্ছেদ্য নাম। নিজের দক্ষতা, নিষ্ঠা ও দূরদর্শিতার মাধ্যমে তিনি নিজের জায়গা পাকা করেছেন। কেবল শাহরুখই নয়, আরিয়ান, সুহানা এমনকি আব্রামের ক্ষেত্রেও কোনও বিশেষ সিদ্ধান্তের প্রসঙ্গে তিনিই এগিয়ে আসেন। গৌরী খানেরও আস্থা পীজার ওপর। পূজার পরিবারকেও তাই শাহরুখ খান আগলে রাখেন। যে কোনও আনন্দ উৎসব থেকে শুরু করে বিপদে, পাশে থাকেন শাহরুখ। একইভাবে পূজাও নিজের পরিবারকে যে সময় দেন, তার থেকে অনেক বেশি সময় দেন শাহরুখের পরিবারকে। তবে কোনও শর্ত মেনে নয়, চুক্তির গণ্ডি পেড়িয়ে এখন তাঁরা পরিবার।