আরও দশ দিন পরে প্লাজমা দান করতে পারবেন, সোশ্যাল মিডিয়ায় জানালেন মিলিন্দ সোমন

প্লাজমা অবশ্য সবাই দিতে পারবেন না। করোনায় যাঁরা একবার আক্রান্ত হয়ে গিয়েছেন তাঁরাই পারবেন এই প্লাজমা দিতে। প্লাজমা দানের কিছু বিধি-নিষেধ এবং নিয়মাবলী আছে। মিলিন্দ সব মেনেই ১০ দিন পর প্লাজমা দানের সিদ্ধান্ত নিয়েছেন।

আরও দশ দিন পরে প্লাজমা দান করতে পারবেন, সোশ্যাল মিডিয়ায় জানালেন মিলিন্দ সোমন
মিলিন্দ সোমন
Follow Us:
| Updated on: Apr 30, 2021 | 7:49 PM

কয়েক দিন আগেই মিলিন্দ সোমন করোনায় আক্রান্ত হয়েছিলেন। বাড়িতে নিভৃতবাসে আছেন তিনি। এখন সুস্থ আছেন। তাঁর মত ‘সুপার ফিট’ একজন কী করে ভাইরাসের কাছে কাবু হতে পারে? কৌতুহলী হয়ে তাঁকে প্রশ্ন করেছিল তাঁরই এক ফ্যান। মিলিন্দ তাকে বুঝিয়েছিলেন আক্রান্ত যে কেউ হতে পারেন। কিন্তু শরীরে ‘ফিটনেস’ থাকলে ভাইরাসের সঙ্গে লড়াই করার শক্তি পাওয়া যায়। ভাইরাস কাবু করতে পারে না।

সত্যি করোনা কাবু করতে পারেনি এই ৫৫ বছরের ‘যুবক’কে। সোশ্যাল মিডিয়ায় তিনি নিজের একটা ছবি পোস্ট করেন। সেই ছবিতে দেখা যায় মুগুর ভাঁজছেন ‘সুপার ফিট’ এই মডেল-অভিনেতা। এই পোস্টেই তিনি লিখেছেন আরও ১০ দিন পরে তিনি তাঁর প্লাজমা দান করতে পারবেন করোনা আক্রান্তদের।

করোনা যে ভাবে থাবা বসিয়েছে, হু হু করে বাড়ছে সংক্রমণ। লাখ লাখ মানুষ দৈনিক আক্রান্ত হচ্ছেন। হাসপাতালে বেড নেই, অক্সিজেনের ঘাটতি দেখা দিয়েছে। রক্ত,প্লাজমা কিছুই মিলছে না। বলি-তারকাদের অনেকেই এগিয়ে এসেছেন। সলমন খান, সোনু সুদ, অজয় দেবগণ, অক্ষয় কুমার, প্রিয়াঙ্কা চোপড়া সকলেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। ভূমি পেডনেকর, শ্রদ্ধা কাপুর,গুরমিত চৌধুরীরা বার বার সোশ্যাল মিডিয়ায় প্লাজমা দানের জন্য অনুরোধ জানাচ্ছেন।

আরও পড়ুন:দেশের কোভিড পরিস্থিতি মোকাবিলাতে ৩ কোটি টাকা তুললেন নিক-প্রিয়াঙ্কা

প্লাজমা অবশ্য সবাই দিতে পারবেন না। কারা পারবেন এই প্লাজমা দিতে? করোনায় যাঁরা একবার আক্রান্ত হয়ে গিয়েছেন তাঁরাই পারবেন এই প্লাজমা দিতে। প্লাজমা দানের কিছু বিধি-নিষেধ এবং নিয়মাবলী আছে। মিলিন্দ সব মেনেই ১০ দিন পর প্লাজমা দানের সিদ্ধান্ত নিয়েছেন।