বাবার নির্দেশ মানতে সারাদিন কী কাজ করতে হল মিমিকে? রহস্য ফাঁস
Mimi Chakraborty: তারই মাঝে বেশ কয়েকটা দিন বাড়িতে পরিবারের সঙ্গে কাটিয়ে নেওয়ার পালা। তেমনই একটি দিনে সকলের নজর কাড়লেন মিমি চক্রবর্তী। অভিনেত্রীর বাবা তাঁকে দিয়ে বসলেন এক মস্ত কাজ।

মিমি চক্রবর্তী সময় সুযোগ পেলেই কাজের ফাঁকে পৌঁছে যান তাঁর শিলিগুড়ির বাড়িতে। পরিবারের সঙ্গে বেশ ক’টা দিন কাটিয়ে আবারও ফেরেন ব্যস্ততম শিডিউলে। বর্তমানে একের পর এক কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন মিমি চক্রবর্তী। একদিকে গান অন্যদিকে অভিনয় সিনেমা থেকে ওটিটি সবেতেই এখন নজরে আসছেন তিনি। আর তারই মাঝে বেশ কয়েকটা দিন বাড়িতে পরিবারের সঙ্গে কাটিয়ে নেওয়ার পালা। তেমনই একটি দিনে সকলের নজর কাড়লেন মিমি চক্রবর্তী। অভিনেত্রীর বাবা তাঁকে দিয়ে বসলেন এক মস্ত কাজ।
মিমি চক্রবর্তীর শিলিগুড়ির বাড়ির বেশ অনেকটা জায়গা নিয়ে, সেখানে বাগান রয়েছে তাঁদের। সেলিব্রিটি মেয়েকে যদিও সেই বাগান দেখভালের হুকুম করতে পিছপা হলেন না অভিনেত্রী বাবা। সেখানে আমগাছ সবেদা গাছ নজরে রাখার নির্দেশ পেয়েছিলেন মিমি চক্রবর্তী। সানন্দে সে কাজ গ্রহণ করেছেন তিনি, সোশ্যাল মিডিয়ায় স্টোরিতে শেয়ার করেছেন তাঁর একাধিক ছবি। আর সেখানে কমেন্টে তিনি স্পষ্ট লিখেছেন, বাবার কথায় সারাদিন গাছের দেখভাল করার দায়িত্বে তিনি।
মিমি চক্রবর্তী টলি পাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মাঝে বেশ কিছুটা দিন কাজে বিরতি থাকলেও আবারও দাপটের সঙ্গে ফিরেছেন তিনি। ২০২৩ সালে পরপর দুটি প্রজেক্ট হিট একটি ওটিটি যেখানে টোটাল রায় চৌধুরীর বিপরীতে থাকে অভিনয় করতে দেখা যায় সিরিজের নাম ‘যাহা বলিব সত্য বলিব’ অন্যদিকে উইন্ডোজ প্রযোজনা সংস্থার ছবি ‘রক্তবীচ’। সেখানে আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে দারুন অভিনয় করে সকলের নজরে এসেছেন মিমি। টালিপাড়ায় গুঞ্জন আবারও আবীর চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন অভিনেত্রী। ফলে বেশ কিছু প্রজেক্ট নিয়ে ব্যস্ত এখন তিনি। তারই মাঝে অবসরে কাটিয়ে নিলেন কিছুটা ‘মি-টাইম’।





