AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

চুপিচুপি দুবাইয়ের হাসপাতালে, কীসের চিকিৎসা চলল মিমির?

Mimi Chakraborty: কিছুদিন আগেই রাজনীতিকে চিরবিদায় জানানোর কথা বলেছিলেন তিনি। আপাতত তিনি মন দিয়েছেন তাঁর ফিল্মি কেরিয়ারে। প্রেমেন্দু বিকাশ চাকীর আলাপ ছবিতে আবিরের বিপরীতে দেখা যাবে তাঁকে। চলছে সেই ছবির শুটিং।

চুপিচুপি দুবাইয়ের হাসপাতালে, কীসের চিকিৎসা চলল মিমির?
মিমি।
| Updated on: Mar 04, 2024 | 6:48 PM
Share

মিমি চক্রবর্তী গিয়েছিলেন দুবাই। পাপারাৎজি ডেকে নয়, এয়ারপোর্ট লুক শেয়ার করেও নয়। চুপি চুপিই তিনি পাড়ি দিয়েছিলেন বিদেশে। পৌঁছনোর পর শেয়ার করছিলেন বেশ কিছু ছবিও। তবে ঘুরতে শুধু যাননি তিনি, তা ফাঁস করেছেন নিজেই। নিয়েছেন এক বিশেষ থেরাপিও। যে কারণে তিনি পৌঁছে গিয়েছিলেন হাসপাতালে দোরগোড়াতেও। কোথায় গিয়েছিলেন মিমি? অভিনেত্রীর ইনস্টাগ্রাম জানান দিচ্ছে এক রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করছেন তিনি। ওটি আদপে এক চিকিৎসা পদ্ধতির ফর্ম। যার বিজ্ঞানসম্মত নাম ‘কাইরোপ্যাকটিক’।

মিমি নিজেও ক্যাপশন লেখেন, “ইনটেন্স কাইরোপ্র্যাকটিক”। হ্যাঁ, যদি তাঁর ইনস্টা স্টোরি জানান দিচ্ছে দুবাইহয়ে গিয়ে ওই চিকিৎসা করিয়েছেন তিনি। কেন করা হয় ওই ধরনের চিকিৎসা? বিজ্ঞান জানাচ্ছে, এটি এমন এক ধরনের পদ্ধতি যার দ্বারা পেশি ও স্নায়ুর ব্যথা কমানো হয়। গাঁটের ব্যথা থেকে শুরু করে কোমর, ঘাড়ের ব্যথার দ্রুত উপসম ঘটায় এই পদ্ধতি। দরকার হয়না কোনও অস্ত্রোপচারের। তবে এই বিশেষ পদ্ধতি গ্রহণের ক্ষেত্রে হতে হয় সাবধান। একটু ভুলচুক, গুরুতর ক্ষতিগ্রস্ত হতে পারে আপনার দেহ। ভেঙেও যেতে পারে হাড়। চতুর্দিকে কাজের পাহাড়, সেই কারণেই একটু ‘আরাম’ পেতে দুবাইয়ে মিমি?

মিমির মাইগ্রেনের গুরুতর সমস্যা আছে। গর জানুয়ারি মাসেই মাইগ্রেনের যন্ত্রণায় কাতর হয় একটি পোস্ট করেছিলেন তিনি। লিখেছিলেন, “মাইগ্রেন থেকে বাঁচা শুধু মুশকিল নয়, একেবারে অসম্ভব।” তবে দুবাই থেকে ফিরে এসেছেন তিনি। ফিরে এসেছেন নিজের জায়গায়, কাছের মানুষদের কাছে। কিছুদিন আগেই রাজনীতিকে চিরবিদায় জানানোর কথা বলেছিলেন তিনি। আপাতত তিনি মন দিয়েছেন তাঁর ফিল্মি কেরিয়ারে। প্রেমেন্দু বিকাশ চাকীর আলাপ ছবিতে আবিরের বিপরীতে দেখা যাবে তাঁকে। চলছে সেই ছবির শুটিং।