AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘বাসন মাজতে আমার এত ভালোলাগে যে…’! কেন হঠাৎ এমন বললেন মিমি?

বড় পর্দায় তাঁকে যতটা গ্ল্যামারাস দেখায়, বাড়ির চার দেওয়ালের মধ্যে তিনি ততটাই সাধারণ ঘরের মেয়ে। শুটিংয়ের ব্যস্ততা না থাকলে তিনি নিজেই ঘরের ছোটখাটো কাজ করতে পছন্দ করেন। বাসন মাজার পাশাপাশি রান্না করা এবং নিজের বাগান পরিষ্কার করার প্রতিও তাঁর বিশেষ ঝোঁক রয়েছে।

'বাসন মাজতে আমার এত ভালোলাগে যে...'! কেন হঠাৎ এমন বললেন মিমি?
| Updated on: Jan 27, 2026 | 5:43 PM
Share

রুপোলি পর্দার চাকচিক্য আর মেকআপের আড়ালে থাকা মিমি চক্রবর্তী আদতে যে কতটা সাধারণ, তা তিনি বারবার প্রমাণ করেছেন। কখনও তাঁকে দেখা যায় নিজের পোষ্যদের সঙ্গে সময় কাটাতে, আবার কখনও রান্নাঘরে খুন্তি নাড়তে। তবে সম্প্রতি নিজের এক অদ্ভুত শখের কথা জানিয়ে নেটিজেনদের তাক লাগিয়ে দিয়েছেন অভিনেত্রী। মিমি জানিয়েছেন, ঘরের কাজের মধ্যে বাসন মাজতে তিনি সবথেকে বেশি ভালোবাসেন!

বড় পর্দায় তাঁকে যতটা গ্ল্যামারাস দেখায়, বাড়ির চার দেওয়ালের মধ্যে তিনি ততটাই সাধারণ ঘরের মেয়ে। শুটিংয়ের ব্যস্ততা না থাকলে তিনি নিজেই ঘরের ছোটখাটো কাজ করতে পছন্দ করেন। বাসন মাজার পাশাপাশি রান্না করা এবং নিজের বাগান পরিষ্কার করার প্রতিও তাঁর বিশেষ ঝোঁক রয়েছে।

সম্প্রতি এক পডকাস্টে মিমি স্পষ্ট জানান, ছোটবেলা থেকেই তাঁর বাসন মাজতে দারুণ লাগে। ছোটবেলায় যখনই সুযোগ পেতেন, টুক করে চলে যেতেন বাসন মাজতে। এর জন্য নাকি মায়ের কাছে বকাও খেয়েছেন মিমি।

মিমির কথায়, ‘এখন তো বাসন মাজার নানারকম সাবান পাওয়া যায়। কিন্তু ছোটবেলায় নারকোলের ছোবা দিয়েই বাসন মাজতেন। মিমি বলেন, মা রেগে মেগে বলত, তোকে সারাজীবন বাসনই মাজতে হবে।’

নিজের শর্তে বাঁচতে এবং ঘরোয়া ছোটখাটো কাজের মধ্যেই আনন্দ খুঁজে নিতেই মিমি বেশি অভ্যস্ত। মিমির এই শখ আসলে প্রমাণ করে যে, তারকাদের জীবনও সাধারণ মানুষের থেকে খুব একটা আলাদা নয়। সম্প্রতি মুক্তি পেয়েছে মিমির নতুন ছবি ভানুপ্রিয়া ভূতের হোটেল। তারই মাঝে ভাইরাল হল, মিমির এই ভিডিয়ো।