AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Investments: অফিসে এসে চা খাওয়ার খরচ বাঁচালে মাত্র ১০ বছরে কত টাকা থাকবে আপনার কাছে জানেন?

Expense Of Tea: ধরে নিন আপনি সপ্তাহে ৬ দিন অফিস যান বা নিজের কাজের জায়গায় যান। তাহলে গোটা মাসে ২৫ বা ২৬ দিন আপনাকে অফিস যেতে হয়। দিনে যদি চার বার আপনি চা খান, তাহলে আপনার দিনে খরচ হয় ৪০ টাকা। সঙ্গের সিগারেট বা বিস্কুটের হিসাব যদিও এখানে ধরছি না আমরা। তাহলে ২৫ দিন আপনি অফিস গেলে আপনার খরচ হয় ১ হাজার টাকা।

Investments: অফিসে এসে চা খাওয়ার খরচ বাঁচালে মাত্র ১০ বছরে কত টাকা থাকবে আপনার কাছে জানেন?
সিগারেট না খেয়েই জমবে লাখ টাকা!
| Updated on: Jan 27, 2026 | 4:50 PM
Share

অফিসে বা কাজের জায়গায় এসে চা খান না, এমন মানুষ হয়তও হাতে গুনলে পাওয়া যাবে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এককাপ চায়ের দাম গড়ে ১০ টাকা। আর আপনি এই টাকা বাঁচিয়ে মাত্র ১০ বছরে জমিয়ে ফেলতে পারেন ৩ লক্ষ টাকার বেশি। কী? অবাক হচ্ছেন তো? তাহলে হিসাবটা দেখে নিন।

ধরে নিন আপনি সপ্তাহে ৬ দিন অফিস যান বা নিজের কাজের জায়গায় যান। তাহলে গোটা মাসে ২৫ বা ২৬ দিন আপনাকে অফিস যেতে হয়। দিনে যদি চার বার আপনি চা খান, তাহলে আপনার দিনে খরচ হয় ৪০ টাকা। সঙ্গের সিগারেট বা বিস্কুটের হিসাব যদিও এখানে ধরছি না আমরা। তাহলে ২৫ দিন আপনি অফিস গেলে আপনার খরচ হয় ১ হাজার টাকা।

অর্থাৎ, মাসিক এই ১ হাজার টাকা আপনাকে কোনও স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে জমাতে হবে। ঐতিহাসিক ভাবে স্মল ক্যাপ ফান্ডগুলো ১৮ শতাংশের কাছাকাছি রিটার্ন দিয়ে থাকে। আর এই রিটার্নের শতাংশ বিচার করলে ১০ বছরে আপনার জমবে ১ লক্ষ ২০ হাজার টাকা। আর এর সঙ্গে সুদ হিসাবে জমা হবে ১ লক্ষ ৯০ হাজার টাকার মতো। সব মিলিয়ে আপনি ১০ বছর পর হাতে পাবেন ৩ লক্ষ ১০ হাজার টাকা।

এবার আপনার যদি চায়ের সঙ্গে সিগারেট খাওয়ার অভ্যাসও থেকে থাকে, তাহলে আপনার সঞ্চয়ের পরিমাণ বাড়বে অনেকটাই। কীভাবে? একটি সিগারেটের দাম গড়ে ৮ টাকা হলে, আর আপনি যদি দিনে ৫টা সিগারেটও খান তাহলে আপনার খরচ হয় দিনে ৪০ টাকা। ২৫ দিনে খরচ গিয়ে দাঁড়ায় ১ হাজার টাকায়। তাহলে একই উপায়ে আপনি জমিয়ে ফেলতে পারেন আরও ৩ লক্ষ ১০ হাজার টাকার মতো। তাই আপনার নেশার পিছু যদি আপনি ছাড়াতে পারেন তাহলে ১০ বছর শেষে আপনার হাতে কিন্তু ৬ লক্ষ টাকা থাকলেও থাকতে পারে।