রচনার জায়গায় মীর, ‘দিদি নাম্বার ওয়ান’-এর সেটে এবার নয়া চমক
১৪ নভেম্বর শিশু দিবসে মীরকে দেখা গিয়েছিল খুদে প্রতিযোগীদের নিয়ে এক ভিন্ন স্বাদের এপিসোডে। অভিনয় ও নৃত্য দক্ষতায় পারদর্শী চার কন্যা প্রতিযোগীকে নিয়ে তিনি পুরো শো জমিয়ে তুলেছিলেন। রচনার অনুপস্থিতিতে ‘দিদি নাম্বার ওয়ান’-এর দায়িত্ব যে মীর নিরাপদ হাতে ধরে রেখেছেন, তা দর্শকদের উৎসাহেই স্পষ্ট।

জনপ্রিয় রিয়েলিটি শো ‘দিদি নাম্বার ওয়ান’ দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে দর্শকের মনে জায়গা করে রেখেছে। এই শো-এর মূল কেন্দ্রবিন্দু রচনা বন্দ্যোপাধ্যায়। তবে ব্যক্তিগত কারণে বর্তমানে তিনি শো থেকে খানিক বিরতি নিয়েছেন। তাঁর অনুপস্থিতিতে সঞ্চালনার দায়িত্ব সামলাচ্ছেন মীর আফসার আলি— বাংলা বিনোদন জগতের অন্যতম সফল সঞ্চালক। যদিও এই শো-এ তিনি প্রথমবার সঞ্চালকের ভূমিকায়, তবে স্বভাবসিদ্ধ উপস্থাপনায় দর্শকের মনে আবারও জায়গা করে নিলেন তিনি।
ইতিমধ্যেই চ্যানেলের প্রকাশিত নতুন প্রমোতে দেখা গিয়েছে মীরকে। মীর-সহ মঞ্চে হাজির হচ্ছে ‘মিরাক্কেল’ খ্যাত চার জনপ্রিয় কমেডিয়ান— মৃদুল ভট্টাচার্য, ড. কৃষ্ণেন্দু চ্যাটার্জী, ফটিক পুরকাইত এবং সৌরভ পালোধী। শুধু প্রতিযোগী হিসেবে নয়, তাঁদের সঙ্গে উপস্থিত থাকছেন তাঁদের সহধর্মিনীরাও।
শিশু দিবস উপলক্ষে ১৩ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত তিন দিনের বিশেষ পর্ব আয়োজন করেছে জি বাংলা। শেষ দিনে দর্শকরা পেলেন বিশেষ চমক হিসেবে ‘মিরাক্কেল’ টিমের উপস্থিতি। বহু বছর ধরে ‘মিরাক্কেল’ সম্প্রচার বন্ধ থাকায় দর্শকরা এমন দৃশ্যে বেশ উচ্ছ্বসিত।
অন্যদিকে, ১৪ নভেম্বর শিশু দিবসে মীরকে দেখা গিয়েছিল খুদে প্রতিযোগীদের নিয়ে এক ভিন্ন স্বাদের এপিসোডে। অভিনয় ও নৃত্য দক্ষতায় পারদর্শী চার কন্যা প্রতিযোগীকে নিয়ে তিনি পুরো শো জমিয়ে তুলেছিলেন।
রচনার অনুপস্থিতিতে ‘দিদি নাম্বার ওয়ান’-এর দায়িত্ব যে মীর নিরাপদ হাতে ধরে রেখেছেন, তা দর্শকদের উৎসাহেই স্পষ্ট। এখন অপেক্ষা, রচনা বন্দ্যোপাধ্যায়ের ফেরার— তবে সেই সময় পর্যন্ত দর্শক যে বেজায় মীরের সঞ্চালনা উপভোগ করছেন, তা বলাই বাহুল্য।
