AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

হাতে প্লাস্টার, চোখ ছলছল! ‘দাদাসাহেব ফালকে’ পেয়ে মিঠুন বললেন…

Mithun Chakraborty: ৮ অক্টোবর বড় পর্দায় মুক্তি পেল মিঠুন চক্রবর্তী অভিনীত ছবি 'শাস্ত্রী'। আর এ দিনই দাদাসাহেব ফালকে পেলেন অভিনেতা। নিঃসন্দেহে এই দিনটা তাঁর জীবনের স্মরণীয় একটা দিন। এদিন নয়া দিল্লিতে ৭০ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অভিনেতা। সেখানেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূর হাত থেকে দাদা সাহেব ফালকে গ্রহণ করলেন নায়ক

হাতে প্লাস্টার, চোখ ছলছল! 'দাদাসাহেব ফালকে' পেয়ে মিঠুন বললেন...
| Edited By: | Updated on: Oct 08, 2024 | 10:09 PM
Share

৮ অক্টোবর বড় পর্দায় মুক্তি পেল মিঠুন চক্রবর্তী অভিনীত ছবি ‘শাস্ত্রী’। আর এ দিনই দাদাসাহেব ফালকে পেলেন অভিনেতা। নিঃসন্দেহে এই দিনটা তাঁর জীবনের স্মরণীয় একটা দিন। এদিন নয়া দিল্লিতে ৭০ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অভিনেতা। সেখানেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূর হাত থেকে দাদা সাহেব ফালকে গ্রহণ করলেন নায়ক। চলতি বছরের শুরুতেই পেয়েছিলেন পদ্মবিভূষণ সম্মান। এবার দাদাসাহেব ফালকে। নাম ঘোষণা হতেই চোখ ছলছল করে উঠল অভিনেতার। মঞ্চে দাঁড়িয়ে মিঠুন বললেন, “এই মঞ্চে আমি আগেও তিনবার এসেছিলাম, প্রথমবার জাতীয় পুরস্কার পাওয়ার পর মাথাটা একটু খারাপ হয়েছিল। ভেবেছিলাম বড় কিছু করে ফেলেছি…. নিজেকে অ্যালপাচিনো ভাবছিলাম।” এদিন কোঁচা দেওয়া ধুতি আর অফ হোয়াইট রঙের পাঞ্জাবীতে সেজেছিলেন অভিনেতা। প্লাস্টার হাতেই কষ্ট করে স্টেজে উঠলেন মিঠুন। ডুব দিলেন পুরনো স্মৃতিতে। এক দিন তাঁকেই রিজেক্ট করেছিল বলিউড। গায়ের রঙ নিয়েও শুনতে হয়েছিল খোঁটা। তবে এখন সে সবই তাঁর মনে রাখার মতো স্মৃতি।

উল্লেখ্য, তবে এই খবরে আপ্লুত গোটা টলিউড। অভিনেতা রুদ্রনীল ঘোষ থেকে পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়-সহ অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতাকে। ১৯৭৬ সাল থেকে তাঁর অভিনয় যাত্রার শুরু। নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে তিনি। উত্তর কলকাতার গলি থেকে মুম্বইয়ের রাজপথ তাঁর অভিনয় যাত্রা যেন অনেকটা ছবির চিত্রনাট্যের মতোই। মৃণাল সেনের ‘মৃগয়া’ ছবির মাধ্যমে অভিনয়ের হাতেখড়ি তাঁর। আর প্রথম ছবিতেই ছক্কা। প্রথম ছবিতেই তাঁর ঝুলিতে আসে সেরা অভিনেতার পুরস্কার। জাতীয় পুরস্কারে পুরস্কৃত করা হয় তাঁকে। তার পর গত ৪৮ বছর ধরে বিভিন্ন ছবির মাধ্যমে দর্শককে আনন্দ দিয়ে এসেছেন তিনি। ৮ অক্টোবর ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কারে পুরস্কৃত করা হবে নায়ককে।