AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

৪০০ টাকার ভেলপুরি, ১০০ টাকার রুটি! মৌনী রায়ের রেস্তোরাঁয় একটা পান্তুয়ার দাম শুনলে তো আরও চমকে উঠবেন

অন্য়দিকে সুস্মিতা সেনেরও রয়েছে রেস্তোরাঁ চেন। তবে এবার রেস্তোরাঁর তালিকায় নাম লিখিয়ে ফেললেন অভিনেত্রী মৌনী রায়। খুলে ফেললেন ভারতীয় খাবারের রেস্তোরাঁ। নাম দিলেন 'বদমাশ'। দুরন্ত সাজানো এই রেস্তোরাঁর প্রতিটি কোণা নিজেই পছন্দ করে সাজিয়েছেন মৌনী।

৪০০ টাকার ভেলপুরি, ১০০ টাকার রুটি! মৌনী রায়ের রেস্তোরাঁয় একটা পান্তুয়ার দাম শুনলে তো আরও চমকে উঠবেন
| Updated on: Oct 25, 2025 | 7:45 PM
Share

অভিনয়ের পাশাপাশি বলিউডের প্রায় প্রতিটি সেলেবই নিজেদের রেস্তরাঁ খুলছেন। অনুষ্কা শর্মা, শিল্পা শেট্টি, মালাইকা অরোরাদের রেস্তোরাঁ তো মুম্বইয়ের খুবই জনপ্রিয়। অন্য়দিকে সুস্মিতা সেনেরও রয়েছে রেস্তোরাঁ চেন। তবে এবার রেস্তোরাঁর তালিকায় নাম লিখিয়ে ফেললেন অভিনেত্রী মৌনী রায়। খুলে ফেললেন ভারতীয় খাবারের রেস্তোরাঁ। নাম দিলেন ‘বদমাশ’। দুরন্ত সাজানো এই রেস্তোরাঁর প্রতিটি কোণা নিজেই পছন্দ করে সাজিয়েছেন মৌনী। শুধু তাই নয়, এই রেস্তোঁরার মেনুও বাছাই করেছেন মৌনী নিজেই।

মৌনী বলেন, যখনই কোথাও ঘুরতে যাই, তখনই ভাল ভারতীয় খাবারের অভাব বোধ করি। আসলে, ভারতীয় খাবারের প্রতি আমার আলাদা ভালবাসা রয়েছে। আমার মনে হয়, মুম্বই ও বিশেষ করে বেঙ্গালুরুতে ভাল ভারতীয় খাবারের কোনও রেস্তোরাঁ নেই। আর সেই চিন্তাভাবনা থেকেই বদমাশ তৈরি।

সোশাল মিডিয়ায় ফাঁস হল মৌনী রায়ের এই রেস্তোরাঁর মেনু। যা দেখে নেটিজেনরা একেবারে হতবাক। মৌনীর পছন্দ করা পদের দাম দেখে তো অনেকের চক্ষু চড়ক গাছ।

তা কী রয়েছে বদমাশ মেনুতে? দাম কত?

দেশের প্রতিটি রাজ্যেরই খাবার মিলবে এই রেস্তোরাঁয়। মিলবে নিরামিষ ও আমিষের নানা পদ। তবে চমক রয়েছে স্ট্রিট ফুডে। মৌনীর এই রেস্তোরাঁর ইউএসপিই হল স্ট্রিট ফুড অ্যাট রেস্তোরাঁ।

এখানে মেনুতে রয়েছে ভেলপুরি, যার দাম ৪০০ টাকা, অ্যাভোকাডো ভেল, যার নাম ৩৯৫ টাকা। শাহি টুকরা ও পান্তুয়া যার একটার দাম ৪১০ টাকা, মশালা পাপড়, ক্রিসপি কর্ন ২৯৫ টাকা, তন্দুরি রুটি ১০৫ টাকা, নান ১১৫ টাকা। মোটামুটি সব পদরেই দাম ৩০০ থেকে ৮০০ টাকার মধ্যে রেখেছেন মৌনী।