জামিন পেলেন না সইফের হামলাকারী শরিফুল, জমা হল হাজার পাতার চার্জশিট, কী শাস্তি?
শরিফুলের বিরুদ্ধে একাধিক তথ্য প্রমাণের উল্লেখ রয়েছে পুলিশের জমা দেওয়া এই হাজারপাতা চার্জশিটে। পুলিশ আদালতে জানিয়েছে, তথ্যপ্রমাণ বলছে, সইফের উপর হামলার ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত শরিফুল।

জামিন জুটল না বলিউড অভিনেতা সইফ আলি খানের হামলাকারী শরিফুল ইসলাম শেহজাদের। খবর অনুযায়ী, বুধবার মুম্বই পুলিশ তাঁর বিরুদ্ধে হাজার পাতার চার্জশিট দাখিল করেছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। শরিফুলের বিরুদ্ধে একাধিক তথ্য প্রমাণের উল্লেখ রয়েছে পুলিশের জমা দেওয়া এই হাজারপাতা চার্জশিটে। পুলিশ আদালতে জানিয়েছে, তথ্যপ্রমাণ বলছে, সইফের উপর হামলার ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত শরিফুল।
কয়েকদিন আগে শরিফুলের আইনজীবী অভিযুক্তর জামিন চেয়ে আদালতে জামিনের আবেদন করেছিলেন। সেই আবেদনের বিরোধিতা করে পুলিশ। তবে প্রশাসন দুশ্চিন্তা, শরিফুল জামিনে মুক্তি পেলে মামলার ক্ষতি হতে পারে।
পুলিশের জমা দেওয়া চার্জশিটে শরিফুলের মুখাবয়বের পাশাপাশি আঙুলের ছাপ, উদ্ধার হওয়া ছুরির বাকি অংশ, সব তথ্যপ্রমাণই রয়েছেন। তবে শুধুই সইফের উপর হামলা নয়, শরিফুলের বিরুদ্ধে বৈধ নথিপত্র ছাড়াই বাংলাদেশ থেকে ভারতে ঢুকে বসবাসের অভিযোগও উঠেছে।
পুলিশ আদালতে জানিয়েছেন, বাংলাদেশি হয়ে কেন ভারতে অবৈধভাবে বাস করছেন অভিযুক্ত? সেই বিষয়ের বিরোধিতাও করেছে মুম্বই পুলিশ। আদালতে সেপ্রসঙ্গ উত্থাপন করেই পুলিশের দাবি, অভিযুক্তের পলাতক হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তাই তাকে জামিন দেওয়া উচিত নয়।
